প্রথমবার মা হলেন ‘সিংহম’ খ্যাত অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Agarwal Became mother)। সম্প্রতি অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁকে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছে নেটিজেনরা। কিন্তু সবার মনেই প্রশ্নটা হল ছেলে হল নাকি মেয়ে? এই প্রশ্ন নিয়েই তোলপাড় বিটাউনে। যেমনটা জানা যাচ্ছে পুত্র সন্তানের মা হয়েছেন কাজল আগরওয়াল। তবে এপর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি।
২০২০ সালের অক্টবরের ৩০ তারিখে গৌতম কিচলুর (Gautam Kichlu) সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। বিয়ের প্রায় একমাস আগেই নিজেদের বিয়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। এরপর বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুট থেকেই শুরু করে বিয়ের মেহেন্দি, বিয়ে ও বিদাই থেকে হানিমুন সমস্ত ছবি ও ভিডিও বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়ে পড়েছিল সর্বত্র।
গত বছরই অভিনেত্রী গর্ভবতী হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন। এমনকি নিজের বেবি বাম্প নিয়ে বেশ কিছু ফটোশুট পর্যন্ত করেছেন তিনি। যা শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। সাথে নিজের সাধের ছবির শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছিল নেটিজেনরা।
এবার আজ অর্থাৎ ১৯ই এপ্রিল ২০২২ প্রথম সন্তানের মা হলেন কাজল আগরওয়াল। সূত্রমতে জানা যাচ্ছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে পাপ্পারাৎজিদের তরফে খুশির খবর মিললেও এপর্যন্ত অভিনেত্রী বা তাঁর স্বামীর তরফে কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। আশা করা হচ্ছে শীঘ্রই সন্তান হওয়ার খবর নিজেই জানাবেন দম্পতি।
প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী হলেও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল আগরওয়াল। বিখ্যাত অভিনেতা অজয় দেবগণের সাথে সিংহম ছবিতে নায়িকার চৈত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই কারণে আজ সিংহমের নায়িকা হিসাবে অনেকেই মনে রেখেছেন তাকে। অভিনেত্রীর প্রথম মা হওয়ার খবর পাওয়া মাত্রই নেটিজেনরা তাঁর সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছায় ভড়িয়েছেন। পাশাপাশি বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকেও নানা ছবি ও শুভেচ্ছাবার্তা শেয়ার করা হচ্ছে।