কথায় বলে সকলেরই একদিন ভালো সময় আসে , এই কথা এক্কেবারে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এর আগেও বহু ভালো ছবি বানিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি ,কিন্তু সেইসব ছবি দেখতে গুটিকয়েক মানুষ। অথচ তাদের প্লট ,গল্প সমস্ত অনুকরণ করে চুটিয়ে ব্যবসা করেছে বলিউড থেকে টলিউড। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি ,আর কাউকে জায়গা ছাড়তে নারাজ তারা।
দক্ষিণী সিনেমার এই রাজকীয় উত্থানের কথা উঠলে প্রথমেই যে সিনেমার নাম আসে তা নিঃসন্দেহে প্রভাস অভিনীত রেকর্ড ব্রেকার সিনেমা বাহুবলী (Bahubali) । এই সিনেমাই বিভিন্ন ভাষায় ডাবিং হওয়ার পর থেকে মানুষ বুঝতে পেরেছে তাদের কদর , এছাড়াও রয়েছে গতবছরের শেষেই মুক্তি প্রাপ্ত আল্লু আর্জুন অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা পুষ্পা দ্য রাইস (Pushpa The Rise) । ভাষার সীমাবদ্ধতা ছাড়িয়ে তাই বিভিন্ন ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছে এইমুহূর্তে প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়ানো আরও দুটি ছবি ‘কেজিএফ ২ ‘(KGF chapter 2) এবং RRR.
বলিউডের ভাইজান সালমান খান পর্যন্ত সাউথ ইন্ডাস্ট্রির এই উত্থান দেখে সংশয় প্রকাশ করেছিলেন , কেজিএফ ,RRR কে জায়গা ছেড়ে দিয়ে পিছিয়েছে শাহিদ কাপুর অভিনীত জার্সির মুক্তিও। সকলে হয়ত ভেবেছিল সাউথের দুটি ব্লক ব্লাস্টার ছবি আর আর আর এবং কেজিএফ প্রেক্ষাগৃহ ছাড়লে খানিক স্বস্তির নিঃস্বাস ফেলবে। কিন্তু সেগুড়ে বালি। আসছে সাউথের সুপারস্টার অভিনেতা দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi), রাম চরণ (Ram Charan), কাজল আগরওয়াল, পূজা হেগড়ে, সোনু সুদের আসন্ন ছবি আচার্য। এই ছবির জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অধীর অপেক্ষায় রয়েছেন। এই অ্যাকশন ড্রামা ছবির বাজেট প্রায় ১৪০ কোটি টাকা।
ছবির টিজার প্রকাশ পেতেই দর্শকদের মধ্যে উচ্বাস কয়েকগুন বেড়ে গিয়েছে , জানা যাচ্ছে ইউটিউবে প্রকাশের আগেও আচার্য ছবির ট্রেলারটি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ট্রেলারের তেলেগু সংস্করণই প্রকাশ পেয়েছে , হিন্দি সংস্করণের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শকেরা।
প্রসঙ্গত , বাবা চিরঞ্জীবীর সাথে এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রামচরণ ,ছবিতে আচার্য চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জীবী এবং সিদ্ধ চরিত্রে দেখা মিলবে রামচরনের। শোনা যাচ্ছে খুব শিগগিরিই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ব্লকব্লাস্টার ছবি।