মানুষের রোজকার ইঁদুর দৌড়ের জীবনে অবসর যাপনের সময় অত্যন্ত কম। তাই সারাদিনের ব্যস্ত শিডিউলের মধ্যে ছিঁটোফোঁটা অবসর মিলতেই মনের ক্লান্তি দূর করতে টিভি রিমোট নিয়ে পছন্দের সিরিয়াল দেখতে বসে পড়েন সিরিয়াল প্রেমী দর্শকদের একটা বড় অংশ। তাই পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকার অভ্যাসে পরিনত হয়েছে।
আর বিনোদনটা এখন আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত প্রয়োজন। সারাদিনের ব্যাস্ততা সামলে এখন সিরিয়ালটাই দর্শকদের অত্যন্ত পছন্দের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে গোটা দিনটাই যাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে কাটাতে হয় তাদের কাছে সিরিয়াল কিন্তু দৈনন্দিন জীবনে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ রসদ। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একের পর এক পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলেই।
এই মুহূর্তে দর্শকমহলে দারুন জনপ্রিয় জি বাংলার এমনই একটি মেগা সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়'(Ei Poth Jodi Na Desh Hoi) । এই সিরিয়ালে উর্মি (Urmi) এবং সাত্যকির (Satyaki) লাভ স্টোরি দারুন পছন্দ করেন দর্শকরা। দর্শকদের একেবারে নয়নের মণি উর্মি আর তার সাত্যকি বাবু। এই সিরিয়ালের মূল ইউ এস পি হল একেবারে মধ্যবিত্ত একান্নবর্তী বাঙালি পরিবার। যার প্রতিটি সম্পর্ক তৈরি হয়েছে একেবারে বাস্তব জীবনের মোড়কে।
আর এইখানেই আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা উর্মির সরকার পরিবারের গল্প। তবে সব ভালোর মধ্যে খারাপ থাকা যেমন অস্বাভাবিক কিছু নয়। তেমনই এই সিরিয়ালে সাংসারিক কূটকচালি না থাকলেও ভিলেনের অভাব কিন্তু নেই। তাছাড়া যে কোনো সিরিয়ালই কিন্তু খল চরিত্র ছাড়া অসম্পূর্ণ। আড়ালে থেকে ভিলেন যদি কলকাঠি নাই শাড়ি, তাহলে আর নায়িকা নিজের সংগ্রাম কি করে দেখাবে। এই সিরিয়ালেও তেমনই রয়েছে গুটি কয়েক ভিলেন। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন উর্মির কাকা আর মামণিই হল তার সবচেয়ে বড় শত্রু। শুরু থেকেই সিরিয়ালে তাদের মেন ভিলেন হিসেবে দেখানো হচ্ছে।
তবে এই সিরিয়ালের আর একজন গুরুত্বপূর্ণ ভিলেনের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। সে হল উর্মির টুকাইবাবুর প্রেমে অন্ধ রিনি। উর্মির বিয়ের আগে থেকেই কম শয়তানি করেনি সে। এই রিনি চরিত্রে অভিনয় করে অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু এখন আবার তিনি কলকাতায় ফিরে এসেছেন। সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের আফটার পার্টিতে এই পথ যদি না শেষ হয় টিমের সঙ্গে দেখা গিয়েছে মিশিমিকে। সেই ছবি দেখেই অনুরাগীরা মনে করছেন কাকা মামণির পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর খুব শিগগিরই ভিলেন হিসাবে সিরিয়ালে ফিরবেন রিনি। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।