সিরিয়াল মানেই এখন মানুষের রোজকার জীবনের অঙ্গ। তাই প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখা এখন সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। তবে নিয়মিত সিরিয়াল দেখতে দেখতে সেই চরিত্রদের সাথে খুব সহজেই একাত্ম হয়ে পড়েন দর্শকরাও। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের চরিত্ররা দর্শকদের মনের একেবারে মণিকোঠায় থেকে যায়।
জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা দর্শকমহলে বিপুল জনপ্রিয় স্টার জলসার এমনই একটি সিরিয়াল ছিল ‘শ্রীময়ী’ (Sreemoyee)। দর্শকদের কাছে শুধু এই সিরিয়ালের নায়ক রোহিত সেন কিংবা নায়িকা শ্রীময়ীই জনপ্রিয় নন। পাশাপাশি সমান জনপ্রিয় এই সিরিয়ালের খল চরিত্র জুন আন্টিও (June Aunty)। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও তাকে এখনও পর্যন্ত ভুলতে পারেননি কেউই।
এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মধ্যে একেবারে দাগ কেটেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। ইতিপূর্বে জুন আন্টির ভক্তরা অভিনেত্রী কে একাধিকবার জানিয়েছেন তারা ভীষণ মিস করছেন জুন আন্টিকে। দীর্ঘ আড়াই বছর ধরে বাঙালি দর্শকদের বিনোদনের অঙ্গ হয়ে উঠেছিল এই ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি। তাই কিছুতেই এই সিরিয়ালের চরিত্র দের ভুলতে পারছেন না দর্শকদের একটা বড় অংশ।
প্রসঙ্গত ঊষসী হলেন বাংলা বিনোদন জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী। ইতিপূর্বে বেশ কিছু টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমায় বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু জুন হিসাবে তার অভিনয় তাকে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। জুন গুহ একজন খলনায়িকার চরিত্র হয়েও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এরইমধ্যে শোনা যাচ্ছে দর্শকদের দাবি মেনে ফের একবার ক্যামেরার সামনে ফিরেছে উষসী চক্রবর্তী অভিনীত জুন আন্টির চরিত্রটি।
উষসী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, দর্শকদের অনুরোধে তিনি আবার জুন আন্টিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এদিন অভিনেত্রী জানান “শেষ হয়েও জুন আন্টির গল্প যেন শেষ হতেই চায় না। অনেকেই জানিয়েছেন তারা নাকি খুব মিস করছেন জুন আন্টিকে। তাই ‘on public demand’ নতুন বছরে নতুন ফর্মে জুন আন্টিকে হাজির করলাম। দেখ তো চিনতে পার কি না !” জুন আন্টির ফেরার এই খবর ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।