দেশব্যাপী এখন দক্ষিণী সিনেমারই বাজার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা রিলিজ করার পর বক্স অফিসে দিনে দিনে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাউথের সিনেমা। গত বছরের শেষের দিকে আল্লু অর্জনের পুষ্পা থেকে শুরু করে পরবর্তীতে পরিচালক এস এস রাজামৌলির পর এখন সেই তালিকায় রয়েছে দক্ষিণী সুপারস্টার যশ (Yash) অভিনীত ‘কে জি এফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। এই সিনেমাটি তো মুক্তির আগেই থেকেই তৈরি করেছে ।
যশ অভিনীত এবং সুশান্ত নীল (Sushant Neel) পরিচালিত এই সিনেমা মুক্তির আগেই তৈরি করেছে ইতিহাস। সিনেমা টি ১৪ এপ্রিল মুক্তি পেলেও এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় টিকিটের অগ্রিম বুকিং। সেদিক দিয়ে দেখতে গেলে বুকিংয়েই রেকর্ড করেছে কে জি এফ চ্যাপ্টার ২।ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ট্রিপল আর আর এর অগ্রিম বুকিং কেও পিছনে ফেলে দিয়েছে যশ অভিনীত এই ছবি।
প্রসঙ্গত প্রশান্ত নীলের এই প্যান ইন্ডিয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১০০০০ স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রথম ভাগের পর দ্বিতীয় ভাগেও এই সিনেমা মুক্তির আগে থেকেই রকি রূপে যশকে নিয়ে দর্শকদের পাগলামির শেষ নেই। আগে দক্ষিণী ছবি ডাব করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হত। কিন্তু এখন সারা ভারতবর্ষ তো বটেই গোটা বিশ্বে বাড়ছে দক্ষিণী ছবির চাহিদা।
তাই আর শুধু দক্ষিণী ভাষায় নয়, এখন হিন্দিতেও মুক্তি পাচ্ছে দক্ষিণী ছবি। ‘কেজিএফ ২’ চ্যাপ্টার ২-ও মুক্তি পেয়েছে পাঁচটি ভাষায়। হিন্দি বলয়ে প্রথমদিনেই ‘কেজিএফ-২’ ব্যবসা করেছে প্রায় ৫০ কোটি টাকা৷ শুধুমাত্র হিন্দি বলয়ের কথা বললে রাজামৌলির সাম্প্রতিক সুপারহিট সিনেমা ‘আরআরআর’-কেও পিছনে ফেলে দিয়েছে এই ছবি ৷ কারণ প্রথম দিন ‘আরআরআর’ এর হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছিল মাত্র ১৯ কোটি ৷
প্রথমদিনের এই সাফল্যের পর যশের অনেক অনুরাগীরাই আশায় বুক বাঁধতে শুরু করেছে ‘কেজিএফ’-এর তৃতীয় পর্বের জন্য ৷ প্রসঙ্গত প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-২’ ইতিমধ্যেই যারা দেখে ফেলেছেন তাদের মধ্যে একটা বড় অংশের দাবি এই সিনেমার কাহিনির মধ্যেই রয়েছে তৃতীয় পর্বের আভাস৷ প্রশান্ত নীলের এবং তার ব্যাচমেটরা অবশ্য কেজিএফ-এর তৃতীয় অধ্যায় (KGF Chapter 3) নিয়ে মুখ খোলেননি ৷ তবে এখনও পর্যন্ত এই সিনেমার পরিচালক প্রশান্ত নীল নিজে এই খবরে এখনও পর্যন্ত কোন শিলমোহর দেয়নি।