আজকালকার দিনে সব সিরিয়ালে টিআরপিই শেষ কথা! তাই টি আর পি তালিকায় পিছিয়ে পড়ার জন্য নির্দিষ্ট সময়ে শেষ হয় একাধিক জনপ্রিয় সিরিয়াল।কিন্তু এমন অনেক সিরিয়াল আছে যা শেষ হয়ে যাওয়ার পরেও পছন্দের চরিত্রদের ভুলতে পারেন না দর্শকরা। প্রতিদিন টিভির পর্দায় দেখতে দেখতে কখন যেন সেই প্রিয় চরিত্ররাই একসময় হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ, একান্ত আপন।
লীনা গাঙ্গুলির লেখা স্টার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মোহর’ (Mohor)। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই মেগা ধারাবাহিকের সমস্ত সুখ দুঃখের সাক্ষী বাংলার অসংখ্য দর্শক। দীর্ঘ আড়াই বছরের যাত্রা শেষে অবশেষে ইতি পড়েছে শঙ্খ আর মোহরের পথ চলায়। তাতেই একেবারে মুষড়ে পড়েছিলেন অসংখ্য ‘মোহদ্বীপ’ ভক্তরা।
প্রসঙ্গত সিরিয়াল শেষ হলেও মোহর অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) আগেই জানিয়েছিলেন ‘আমি মোটে দশ দিনের ব্রেক চাইছি। সবাই ছয় মাসের ব্রেক চায়।’ এবার সেই কথা মতোই মোহরের খোলস ছেড়ে একেবারে বোল্ড লুকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা। পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে শাড়ি পরেই একেবারে লাস্যময়ী বঙ্গ ললনা হয়ে উঠেছেন ছোটপর্দার মোহর।
প্রসঙ্গত একের পর ধারাবাহিকের ইমেজ ভেঙে নতুন রুপে ধরা দেওয়া সোনামণির কাছে যেন ‘বা হাতের খেল’। তাই জনপ্রিয় ধারাবাহিক দেবী চৌধুরানীর ইমেজ ঝেড়ে রাতারাতি মোহর হয়ে ওঠার পর এবার মোহরের খোলস ছেড়ে গোলাপি পাড় বসানো হালকা কমলা রঙের শিফন শাড়ি পরে দিব্যি বলি অভিনেত্রীদের মতোই হট লুকে পোজ দিতে দেখা গেল সোনামণিকে।
কমলা সেই শিফনের শাড়ির সাথে মানানসই কমলা রঙের স্লিভলেস ব্লাউজ, গলায় সোনালি পেনডেন্ট কানে বড় কানের দুল পরে এই প্রচন্ড গরমের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন সোনামণি। সাথে পনিটেল করে বাঁধা চুলের সিঁথির চারপাশে সাজিয়েছেন সোনালি রঙের ক্লিপ। নানান পারে হট লুকের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সোনামণি লিখেছেন, ‘নিজের উপর যখন বিশ্বাস থাকে’।