একেরপর এক দক্ষিণী সুপারহিট ছবির (South Indian Film) জেরে একপ্রকার নাজেহাল দশা বলিউডের। পুষ্পা, আরআরআর এর পর এবার কেজিএফ ২ (KGF 2) ছবির জনপ্রিয়তা ও বক্স অফিস কালেকশন রীতিমত ভয় ধরাচ্ছে বলিউডের। ছবিতে সুপারস্টার যশকে (Yash) দেখা যাচ্ছে নায়কের চরিত্রে। ফুল অন অ্যাকশন আর দুর্দান্ত কাহিনী থেকে নজরকাড়া ভিএফএক্স এডিটিংয়ের জন্যই ছবিটি আরও বেশি হিট হয়ে গিয়েছে।
ছবিতে অ্যাকশনের দৃশ্য গুলিতে দুর্দান্ত ভিএফএক্সের কাজ দেখা গিয়েছে। ৩০০ কোটির ছবির একটা বড় অঙ্ক ছবির এডিটিংয়ের জন্যই বরাদ্দ করা হয়েছিল। আর জানলে হয়তো অবাক হবেন মাত্র ১৯ বছর বয়সের এক ছেলেই এই সুপারহিট ছবির গোটা এডিটিংয়ের দায়িত্বে ছিল। খবরটি প্রকাশ্যে আসার পর রীতিমত চমকে গিয়েছেন অনেকেই।
যেমনটা জানা যাচ্ছে ১৯ বছরের উজ্জ্বল কুলকারনি (Ujjwal Kulkarni) এই ছবির এডিটিংয়ের কাজ সামলেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে এতো বড় একটা বাজেটের ছবি এই ছোট বয়সে এডিটিং করা সত্যিই বিশাল একটা ব্যাপার। তাছাড়া ছবির প্রযোজক ও পরিচালকও অপেক্ষাকৃত ছোট এই ছেলের এডিটিং নিয়ে বিশাল বড়সড় একটা ঝুঁকি নিয়েছিলেন। তবে সেটা যে সার্থক সেটা ছবির প্রথম দুদিনের বক্স অফিস কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে।
দক্ষিণ ভারতীয় ছবি হলেও বিভিন্ন ভাষায় গোটা ভারত তথা বিদেশের মাটিতেও রিলিজ হয়েছে কেজিএফ ২। আর প্রথম দুদিনের মধ্যেই প্রায় ১৬৪ কোটি টাকা তুলে ফেলেছে ছবিটি। এটা একটা বিশাল বড় সাফল্য উজ্জ্বল কুলকারনির যেটা তাকে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ছবি সুপারহিট হতেই রাতারাতি সকলেই তাকে চিনে গিয়েছেন।
উজ্জ্বল এর আগে একাধিক শর্ট ফিল্মের জন্য এডিটিং থেকে শুরু করে ফ্যান ভিডিও তৈরী করেছিল। তার অসাধারণ কাজের ভিডিও দেখেই কেজিএফ ছবির এডিটিংয়ের কাজ অফার করা হয়েছিল তাকে। আর জীবনের প্রথম বিশাল বাজেটের এই ছবি এডিটিং করে নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে সে।
প্রসঙ্গত, কেজিএফ চ্যাপ্টার ওয়ান ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তারই সিক্যুয়েল হিসাবে তৈরী হয়েছে কেজিএফ ২। ছবিটি বহুদিন ধরেই মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। তবে করোনা মহামারীর কারণে বহুবার রিলিজের তারিখ পিছিয়ে গিয়েছে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম পর্ব। এর চার বছর পর কেজিএফ ২ মুক্তি পেল। তবে ছবিটি দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে দেখবার মত।