বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এখন টক অফ দ্য টাউন। বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমা। যার মাধ্যমে ১৯৯০ সালে কাশ্মীরী পন্ডিতদের ওপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের কাহিনী অত্যন্ত নিঁখুতভাবে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই বক্স অফিসের একাধিক রেকর্ড তৈরী করে ফেলেছে এই ছবি।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা বহু মানুষের চোখ খুলে দিয়েছে কার্যত। দিনের পর দিন চাপা পড়ে থাকা ইতিহাসকেই জনসমক্ষে এনে হাজির করেছেন পরিচালক। প্রশংসা সমালোচনা সবকিছুই ঝুলিতে ভরে এবার পরিচালক কোমর বাঁধছেন পরবর্তী ছবির জন্য।
না কোনোও কমার্সিয়াল ছবি নয়, ফের বড়পর্দায় সাহস দেখাতে চলেছেন বিবেক। এবার তার বিষয় শিখ গণহত্যা। এই প্রসঙ্গে ১৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালেই টুইট করে ছবিটির ঘোষণা করেছেন তিনি। টুইটের মাধ্যমে পরিচালক লিখেছেন “এখন সময় এসেছে যখন আমার অন্য ছবিতে কাজ করা উচিত।” ইতিমধ্যেই আসন্ন ছবির নামও জানিয়ে দিয়েছেন পরিচালক, যার নাম হতে চলেছে ‘দ্য দিল্লি ফাইলস’।
I thank all the people who owned #TheKashmirFiles. For last 4 yrs we worked very hard with utmost honesty & sincerity. I may have spammed your TL but it’s important to make people aware of the GENOCIDE & injustice done to Kashmiri Hindus.
It’s time for me to work on a new film. pic.twitter.com/ruSdnzRRmP
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 15, 2022
ছবির নাম শুনেই আঁচ করা যাচ্ছে দিল্লিতে ঘটে যাওয়া অপরাধকে কেন্দ্র করেই এগোবে গল্প। আবার সামনে আসবে অনেকের না জানা নির্মম ইতিহাস৷ ইতিমধ্যেই ছবির এক ঝলক প্রকাশও করেছেন পরিচালক। তিনি আরও বলেন, “দীর্ঘ ৪ বছর ধরে তৈরি হয়েছে কাশ্মীর ফাইলস, সকলকে ধন্যবাদ ছবিটিকে ভালোবাসার জন্য। কাশ্মীরি হিন্দুদের প্রতি গণহত্যা এবং অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমার নতুন ছবিতে কাজ করার সময় এসেছে।”