আজ পয়লা বৈশাখ, অর্থাৎ বাঙালির নববর্ষ। এদিনটা গোটা বাংলা এবং বাঙালির কাছে অত্যন্ত বিশেষ দিন। শুধু তাই নয় সারা দিন জুড়েই এদিন সাজো সাজো রব। বৈশাখের প্রথম দিন মানেই নতুন জামা, মিষ্টি মুখ, পরিবারের সাথে দেদার সময় কাটানো। কিন্তু বছরের প্রথম দিনেই মন খারাপ অভিনেতা রাহুল ব্যানার্জি (Rahul Banerjee)। আর সবার মতোন নতুন বছরটা সুখের হল না অভিনেতার৷
অভিনেতা রাহুল ব্যানার্জি এই মুহুর্তে টেলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। দিন কয়েক শেষ হয়েছে অভিনেতার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। রাজনীতির আঙিনা থেকে বিনোদন জগত সবেতেই সুস্পষ্ট ছাপ রয়েছে তার। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও নিজের দক্ষতার সাথে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনিও ভেবেছিলেন নতুন বছরটা তার ঝলমলে ভাবেই শুরু করবেন কিন্তু বছর শুরু হল তার একরাশ দুশ্চিন্তা আর মন খারাপের সাথে।
তার একটাই কারণ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতার মা৷ তাই মায়ের পা ছুঁয়ে, আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করা হল না তার। তাই বছর শুরুতেই রাহুলের আক্ষেপ, “প্রত্যেক বছর মায়ের সাথে শুরু হয় বছরের প্রথম দিনটি। কিন্তু এবছর মাকে যেমন নতুন শাড়ি কিনে দিতে পারলাম না, ঠিক তেমনি ভাবে মায়ের আশীর্বাদও নেওয়া হলো না। এবছর নতুন জামাও আর পড়িনি। কিন্তু আশা রাখি, পরের বছর সকলে মিলে উদযাপন করব। এবছর বরং থাক।”
প্রসঙ্গত, টলিউডের প্রথম সারির একজন নায়ক না হতে পারলেও অভিনেতা তো তিনি আলবাত হয়েছেন। কিন্তু তারকা সত্তার বিন্দুবিসর্গ তার মধ্যে নেই, বরং বেজায় সাদামাটা জীবন যাপনেই তিনি অভ্যস্ত। বিনোদন জগতে তার পা রাখা প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে ‘চিরদিনি তুমি যে আমার’ ছবি দিয়েই। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয়ে নিজের জাত চিনিয়েছিলেন অভিনেতা। তবে তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে৷ এখন ধারাবাহিক, বড় পর্দায় ছবি, ওয়েব সিরিজের পাশাপাশি ধারাবাহিকেও তার জমি পোক্ত। বছর শুরুতে সবার ভালো হোক এই তো কাম্য, বংট্রেন্ডের তরফ থেকে অভিনেতার মায়ের জন্য দ্রুত আরোগ্য কামনা করি।