মাত্র দুই মাস আগেই ৬ ফ্রেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ভারতীয় নাইটেঙ্গল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বাগদেবী সরস্বতীর বিসর্জনের দিনেই সুরলোকে পাড়ি দিয়েছেন ভারতের সুর সাম্রাজ্ঞী। তার শূন্যস্থান অপূরণীয়,কিন্তু কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না, তাই এই সুরের দেবী চিরকালই জীবিত থাকবেন তাঁর কাজের মধ্যে দিয়ে।
তবে দিদিকে হারিয়ে মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছিলেন দেশের আর এক কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhonsle)। একের পর এক স্বজন হারানোর শোকে মনটা একেবারে ভেঙে গিয়েছিল শিল্পীর। সোশ্যাল মিডিয়াতেও তাই ঘুরেফিরে বারবার দিদির সাথে কাটানো শৈশবের এমনই টুকরো স্মৃতি রোমন্থন করেছেন আশাজি।
দিদিকে হারানোর মাস দুয়েক যেতে না যেতেই হাসপাতালে ভর্তি অসুস্থ ছেলেকে নিয়ে নিদারুণ দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছে আশাজির। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর আশাজির মেজ ছেলে আনন্দ ভোঁসলে (Anand Bhonsle)। বর্তমানে অসুস্থ অবস্থায় দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গিয়েছে হঠাৎ করেই নাকি নিজের ব্যালান্স হারিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গিয়েছিলেন আনন্দ। এরপর গায়ে-মাথায় চোট লাগে তার। একসময় শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে,তার পরিবারের সদস্যরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। তাই সেই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি না নিয়েই তাকে হাসপাতালে ভর্তি করেন সকলে।
জানা যাচ্ছে আনন্দ এই মুহূর্তে আইসিইউ-তে নেই। তাকে জেনারেল কেবিনে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হয়নি। তাই মুম্বাই আসার পরিকল্পনা থাকলেও অসুস্থ ছেলেকে ফেলে আসবেন না বলে ঠিক করেছেন আশাজি। তাই বর্তমানে এই সঙ্গীতশিল্পি দুবাইতে নিজের ছেলের কাছেই রয়েছেন।