বাঙালি সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে প্রিয় ধারাবাহিক জিজ্ঞাসা করলেই সবার আগে নাম আসবে মিঠাই (Mithai) সিরিয়ালের। জনপ্রিয়তার সিরিজে থাকতেই দেখা গিয়েছে মিঠাই সিরিয়ালকে শুরু থেকে। মাঝে TRP লিস্টে নিজের প্রথমস্থান হারিয়েছিল মিঠাই। তবে সেটা আবারও পুনুরুদ্ধার করে ফেলেছে সে। সিরিয়ালে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) অভিনয়ের একপ্রকার দিওয়ানা সবাই।
সিরিয়ালে মিঠাইয়ের দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকরা। তবে অভিনেত্রী সৌমিতৃষার কিন্তু এটা প্রথম সিরিয়াল নয়। এর আগেও একাধিক সিরিয়ালে কাজ করেছিলেন অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুতে খলনায়িকা ছিলেন ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে। এরপর জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ এর মত একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি।
প্রায় ৫ বছর অভিনয় জগতে কাজের পর মিঠাইয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছে। আর মিঠাই চরিত্র অভিনেত্রীকে আজ তাঁর সাফল্যের শীর্যে পৌঁছে দিয়েছে। বর্তমানে অভিনেত্রীর ২২ বছর বয়স, তবে এই বয়সেই অসংখ্য দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। আর তাঁর সিংহভাগটাই জি বাংলার মিঠাই সিরিয়ালের মূল চরিত্রে অভিনয়ের দৌলতে। মিঠাই সিদ্ধার্থ জুটি বাঙালিদের কাছে আদর্শ জুটিতে পরিণত হয়েছে।
তবে জানলে অবাক হবেন শুরুতে সৌমিতৃষা নয় বরং অন্য এক অভিনেত্রীর করার কথা ছিল মিঠাই সিরিয়ালে। শুনে অবাক হলেও আসলে কিন্তু এই ক্ষতি সত্যি। শুরুতে মিঠাই সিরিয়ালে অভিনয় করার কথা ছিল ‘ইচ্ছেনদী’ সিরিয়ালের অভিনেত্রী ঐশ্বর্য সেন (Aishwarya Sen) এর।
কিন্তু সেটা আর হয়নি, বদলে সৌমিতৃষা সেই চরিত্র পেয়েছেন। আর নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে জমিয়ে তুলেছেন সিরিয়াল। অভিনেত্রী ঐশ্বর্য সেনের মিঠাই চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে এসে পাল্টে যায় নায়িকা। কোনো এক অজানা কারণে হটাৎই বাদ পরে যান অভিনেত্রী।
এরপর সৌমিতৃষাকে নায়িকার চরিত্র দেওয়া হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে নিজের চরিত্র এতটাই সাবলীলভাবে ফাটিয়ে তুলেছেন তিনি যে দর্শকেরা মিঠাই চরিত্রে অন্য কোনো অভিনেত্রীকে ভাবতেও পারে না।