যতদিন যাচ্ছে ততই রমরমিয়ে বেড়ে চলেছে দক্ষিণী ছবির জনপ্রিয়তা। আর দক্ষিণী সুপারস্টারেরা ভারতে তো বটেই গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে গিয়েছে। ঠিক যেমন ‘পুষ্পা’ (Pushpa) ছবির জেরে বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে গিয়েছে আল্লু অর্জুনকে (Allu Arjun)। ছবির গান থেকে ডায়লগ সব কিছুই সুপারহিট। তাই বর্তমানে আল্লু অর্জুন মানেই, ‘পুষ্পা… পুষ্পারাজ’। তবে অনেকেই হয়তো জানেন না যে অভিনেতার ভাইও এবার দক্ষিণী ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে।
দক্ষিণী সুপারস্টারদের তালিকায় ইতিমধ্যেই নাম উঠে গিয়েছে আল্লু অর্জুনের ভাইয়ের। আজ তার সম্পর্কেই জানাবো আপনাদের। আল্লু অর্জুনের ভাই হলেন সুপারস্টার আল্লু শিরীষ (Allu Sirish)। বেশ কয়েক বছরে হয়ে গিয়েছে অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন। ২০১৩ সালে ‘গৌরাভম’ ছবি দিয়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তবে এখন পর্যন্ত ভাই আল্লু অর্জুনের মত ব্যাপক সফলতা পাননি অভিনেতা।
মূলত একজন শিশুশিল্পী হিসাবেই অভিনয়ের হাতে খড়ি হয়েছিল আল্লু শিরীষের। রাধামোহন পরিচালিত ও প্রকাশ রাজ্ প্রযোজিত সিনেমাতেই নায়ক হিসাবে ধরা দিয়েছিলেন অভিনেতা। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। তামিল, তেলেগু, মালায়ালাম থেকে শুরু করে হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’ নিয়ে একটি ছবিতে কাজ করেছিলেন অভিনেতা, যেটা বেশ প্রশংসিত হয়েছিল।
কিছুদিন আগেই ৪০ শে পা দিয়েছেন ‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুন। আর জন্মদিন উপলক্ষে ভাইয়ের সাথে তোলা ছোটবেলার পুরোনো ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন আল্লু শিরীষ। দুজনের ছবি দেখে উচ্ছসিত ভক্তরা দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে।
অভিনেতা নিজের ৪০ তম জন্মদিন পালন করেছেন সুদূর ইউরোপ। সেখানে পরিবারের সাথেই কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন হয়েছে। আসলে অভিনেতা কিন্তু একেবারেই ফ্যামিলি ম্যান গোছের। নিজের সাফল্যের জন্য পরিবারের অবদান নির্দ্বিধায় স্বীকার করেছেন অভিনেতা সর্বদাই। জন্মদিনেও তাই পরিবার, বন্ধু, প্রিয়জন, সহকর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।