সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। রিলিজের আগে থেকে ছবিটি নিয়ে ব্যাপক চর্চা চলছে, আর ছবি রিলিজ হওয়ার পরেই সুপারহিট। ছবিতে একটি নয় দুটো নায়ক রয়েছে, জুনিয়র এনটিআর (Jr. NTR) ও রামচরণ (Ramcharan)। দুজনেরই দুর্দান্ত অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের। ছবিতে জুনিয়ার এনটিআর, রামচরণ ছাড়াও বলিউড থেকে অজয় দেবগন ও আলিয়া ভাটকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে।
ছবির কাহিনী অনুযায়ী জুনিয়র এনটিআর ও রামচরণ দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরেই সেটা শত্রুতায় বদলে যায়। যদিও সেই শত্রুতা শেষ পর্যন্ত আবারও পরে বন্ধুত্বে বদলে যায়। দক্ষিণে নয় গোটা ভারতে বিভিন্ন ভাষায় রিলিজ হয়েছে। আর দুর্দান্ত কাহিনী থেকে ভিএফএক্সের কাজের দৌলতে প্রতিটা দর্শকের মন জিতে নিয়েছে।
তবে যে কোনো ছবি দর্শকে কাছে পৌঁছানোর আগে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী ও পরিচালকের পরিশ্রম থাকে না। সাথে থাকে ছবির গোটা টিম যেমন টেকনিশিয়ান থেকে আরও অনেক সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা। তবেই একটা ছবি দুর্দান্তভাবে ফুটে ওঠে সিনেমা হলের পর্দায়। তবে ক্যামেরার পিছনের এই এত্ত পরিশ্রম মোটেও বিফলে যায়নি। পুষ্পা, বাহুবলীর সাফল্যকে কার্যত পিছনে ফেলে দিয়ে সাফল্যের চূড়ায় উঠেছে RRR ।
এবার বিশ্বব্যাপী ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করল এই ছবি। এর মাধ্যমে তৃতীয় ভারতীয় সিনেমা হিসেবে এই অর্জনের খাতায় নাম লিখিয়ে রাজামৌলীর ‘আরআরআর’। এর আগে আমির খান অভিনীত ‘দাঙ্গাল’ এবং প্রবাস অভিনীত ‘বাহুবলীঃ দ্য কনক্লুশন’ সিনেমা দুটি বক্স অফিসে ১০০০ কোটির বেশী আয় করতে সক্ষম হয়েছিলো। ‘দঙ্গল’ ছবিটি ২০২৪ কোটি আয় করতে সক্ষম হয়েছিল, আর বাহুবলীর আয় ছিল ১৮১০ কোটি। সিনে বোদ্ধাদের মতে এভাবে চলতে থাকলে খুব শিগগিরই এই দুই সিনেমাকেও পিছনে ফেলার ধক রাখে RRR।