• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন খারাপের খবর সিরিয়াল প্রেমীদের জন্য! লালকুঠির আগমনে কোপ পড়তে চলেছে এই নায়িকার জীবনে

সিরিয়াল মানেই কিন্তু এখন দর্শকদের জীবনের অন্যতম অঙ্গ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বাংলার ঘরে ঘরে বসে যায় সিরিয়ালের আসর। আর এখন তো সারা সপ্তাহ জুড়েই চ্যানেলে চ্যানেলে চলতে থাকে একের পর সিরিয়ালের দাপট। পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই এক ধারাবাহিক হল ‘কড়ি খেলা’ (Kori Khela)।

এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্প দিনের মধ্যেই দর্শকমহলে দারুণ জনপ্রিয় পারমিতা আর অপূর্বর পুনর্বিবাহের গল্প। কিন্তু আজকালকার দিনে সিরিয়াল মানেই টি আর পিই শেষ কথা। টি আর পি (TRP)-র উপরেই নির্ভর একটা সিরিয়ালের চলা না চলা। টি আর পি লিস্টে ভালো ফল না করলেই চ্যানেল কর্তৃপক্ষের কোপ গিয়ে পড়ে সেই সিরিয়ালের ওপর। যার ফলে নতুন সিরিয়াল আসতেই জায়গা ছাড়তে বন্ধ হয়ে যায় সিরিয়াল।

   

কড়ি খেলা,Kori Khela,Lal Kuthi,লাল কুঠি,New Serial,নতুন সিরিয়াল,TRP,টি আর পি,Rooqma Roy,রুকমা রায়

জি বাংলার কড়ি খেলার ক্ষেত্রেও তাই হতে চলেছে। দর্শকমহলে এই সিরিয়াল দারুণ জনপ্রিয়তা পেলেও দাগ কাটতে পারেনি টি আর পি লিস্টে। তাই চ্যানেলে নতুন সিরিয়ালের প্রমো আসতেই শোনা যাচ্ছে কম টি আর পির এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন। আসলে খুব শিগগিরই জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি (Lalkuthi)।

গা ছমছমে ভৌতিক ঘটনার এই সিরিয়ালের প্রোমো দেখে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে এই সিরিয়ালের হাত ধরে স্টার জলসার ঘরের মেয়ে রুকমা রায়ের জি বাংলায় সিরিয়াল করতে আসার খবরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। এরপরেই প্রথমে শোনা গিয়েছিল লালকুঠি কে জায়গা ছাড়তে বন্ধ হয়ে যাবে যমুনা ঢাকি।

Kori Khela
তবে অন্দরের খবর এখনই বন্ধ হচ্ছে না ‘যমুনা ঢাকি’। বরং কোপ পড়তে চলেছে ‘কড়ি খেলা’ সিরিয়ালের ওপর। শোনা যাচ্ছে চলতি মাসের শেষেই শেষবারের মতো শ্যুটিং হবে ‘কড়ি খেলা’ পরিবারের। বলা হচ্ছে রাত সাড়ে ৯টার স্লটে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’র সামনে টিকতে পারছে না এই ধারাবাহিক। এই কারণেই দিব্যজ্যোতি-স্বস্তিকাকে টেক্কা দিতে রুকমার নতুন ধারাবাহিককে বেছে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি।

site