• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই হাউসফুল KGF 2, দক্ষিণী ছবির ভয়ে হাত কামড়াচ্ছে গোটা বলিউড

Updated on:

KGF 2 Release Date

একেরপর এক দক্ষিণী ছবিই চলচ্চিত্র জগতে নিত্যনতুন রেকর্ড তৈরী করে চলেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আরআরআর (RRR)। এই ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু ভারতেই নয় গোটা বিশ্বে রমরমিয়ে ব্যবসা করেছে ছবিটি। ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা তুলে ফেলেছে ছবিটি। ছবির জেরে জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে জুনিয়ার এনটিআর ও রাম চরণের।

বলিউডের ছবিগুলিকে টেক্কা দিয়ে দক্ষিণী ছবির রমরমা এমনিতেই বেড়ে চলেছে। সেখানে আরআরআর ছবির বক্স অফিস কালেকশন দেখে রীতিমত কাঁপছে বলিউড ইন্ডাস্ট্রি। ছবিতে রাম এবং ভীমের বন্ধুত্বের কাহিনী থেকে স্বাধীনতা সংগ্রামের লড়াই সব মিলিয়ে জমজমাট একটা কাহিনী তুলে ধরেছেন পরিচালক এস এস রাজামৌলি। শুধুমাত্র বাংলাতেই ১৫ দিনের মধ্যে ১০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি।

কেজিএফ চ্যাপ্টার ২,কেজিএফ,KGF Chapter 2,KGF 2,Yash,South Film Industry,KGF 2 Breaks Record,Sanjay Dutta,সঞ্জয় দত্ত

ছবিতে দক্ষিণী সুপারস্টারদের পাশাপাশি বলিউডের অজয় দেবগন থেকে আলিয়া ভাটও রয়েছে। যে কারণে বলিউডের ছোয়াও রয়েছে ছবিতে বলা যেতেই পারে। তবে বলিউডের ছবি যে একপ্রকার পিছিয়ে পড়ছে দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রির কাছে সেটা দিন দিনে স্পষ্ট হয়ে যাচ্ছে।

বর্তমানে যশ (Superstar Yash) নাম বললেই দক্ষিণী ছবির জগতে সবাই তাকে একডাকে চেনে। KGF Chapter 1 এ ব্যাপক জনপ্রিয়তা মিলেছিল। প্রথম পর্ব রিলিজের পর থেকেই অধীর আগ্রহে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। আর এবার কেজিএফ চ্যাপ্টার ২ (KGF 2) রিলিজের আগেই একপ্রকার সুপারহিট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লন্ডনের মাটিতে নতুন রেকর্ড তৈরী করেছে কেজিএফ চ্যাপ্টার ২।

কেজিএফ চ্যাপ্টার ২,কেজিএফ,KGF Chapter 2,KGF 2,Yash,South Film Industry,KGF 2 Breaks Record,Sanjay Dutta,সঞ্জয় দত্ত

আগামী ১৪ই এপ্রিল ভারত সহ গোটা বিশ্বে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবি রিলিজের আগে এবার ভারতেও চালু হয়ে গেল টিকিট বুকিং। আর এখানেই বাজিমাত করে ফেলল কেজিএফ চ্যাপ্টার ২। টিকিট বুকিং শুরু হতেই বেশিরভাগ সিনেমাহল হাউসফুল হয়ে গিয়েছে। সুতরাং এই ছবিও যে ভালো ব্যবসা করতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।

প্রসঙ্গত, ছবিতে যশ ছাড়াও বলিউডের সঞ্জয় দত্তকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। এছাড়াও রাভিনা টন্ডনকে দেখা যাবে ছবিতে। ইতিমধ্যেই ছবিটি দুটি বড়সড় রেকর্ড তৈরী করেছেন। লন্ডনে ১২ ঘন্টার মধ্যে ছবির ৫০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে যেটা ওপেনিং সেলে সর্বোচ্চ। অন্যদিকে রিলিজ হবার আগেই টি-সিরিজ ও লাহাড়ি মিউজিকের সাথে ৭.২ কোটি টাকার ডিল হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥