• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাকিস্তানেও ভাইরাল ভুবন বাদ্যকর! ‘কাঁচা বাদাম’ এর ‘রমজান’ ভার্সন গাইতেই ট্রোলের শিকার পাক গায়ক

কথায় বলে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন যে কে রাতারাতি সেলিব্রিটি হয়ে পরে সেটা বোঝা দায়! এই যেমন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জেরে ভাইরাল হয়ে পড়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। একটা গানের জেরেই আজ গোটা পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু। আর এবার কাঁচা বাদাম পৌঁছে গেছে সোজা পাকিস্তানে।

সম্প্রতি পাকিস্তানে তৈরী হয়েছে কাঁচা বাদাম গানের ‘রমজান ভার্সন’ (Kacha Badam Ramzan Version)। পাকিস্তানেরই এই শিল্পী তথা গায়ক ইয়াসি সোহর ওয়ার্দী (Yasir Shoharwady) নতুন এই রিমেক ভার্সন তৈরী করেছেন। আর সেটাকে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভেবেছিলেন কাঁচা বাদামের রমজান রিমেক বানিয়েই ভুবন বাবুর মত জনপ্রিয় হয়ে উঠবেন তিনিও।

   

Pakistan YouTuber Yasir Shoharwady,Yasir Shoharwady trolled,Kacha Badam Ramzan Version,Yasir Shoharwady Ramzan Version,কাঁচা বাদাম রমজান ভার্সন,ভাইরাল ভিডিও,Viral Song

কিন্তু হল ঠিক তাঁর উল্টোটাই। জনপ্রিয়তা তো দূর উল্টে ট্রোলিংয়ের শিকার হলেন গায়ক। রমজান ভার্সনের মধ্যে গায়কের গলা বাদেও বিড়াল থেকে পাখিদের ডাক শোনা গিয়েছে। কাঁচা বাদামের বদলে ‘রোজা রাখুঙ্গা’ গেয়ে শুনিয়েছেন ইয়াসি। আর তাতেই হেসে অজ্ঞান নেটিজেনরা। জনপ্রিয়তা না পেলেও নেটপাড়ায় ব্যাপক ট্রোল হয়েছেন তিনি। আর নেটিজেনদের একাংশ তার ওপর ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ তুলেছেন।

এমনিতে পাকিস্তানে গায়ক হিসাবে বেশ জনপ্রিয় ইসাসি। ইউটিউবে তাঁর একটি চ্যানেল রয়েছে যেখানে নিজের প্রতিভা তুলে ধরেন তিনি। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা ছিল। কিন্তু ভাইরাল হ ওয়ার চক্করে এভাবে ট্রোলড হতে হ তবে হয়তো তিনি আগে ভাবতেও পারেননি।

প্রসঙ্গত, কাঁচা বাদাম নিয়ে রিমেক এই প্রথম নয়। এর আগেও একাধিক শিল্পী কাঁচা বাদাম এর রিমেক ভার্সন তৈরী করেছেন। এমনকি ভুবনবাবু নিজেও একাধিক ভাষার কাঁচা বাদাম গানের মিউজিক ভিডিওতে রয়েছে। তবে আসল কাঁচা বাদাম গানের মত জনপ্রিয়তা হয়তোই বা সেগুলি পেয়েছে।

এদিকে আগে ভাগেই বাদামকাকু জানিয়েছিলেন যে বিদেশী গায়কের থেকে অফার এসেছে তাঁর কাছে গান গাইবার জন্য। আর বাংলাদেশী নায়ক ও গায়ক হিরো আলমও নিজের ফেসবুকে জানিয়েছিলেন বড়সড় দুটো সারপ্রাইজ দেবেন। সেই মত গতকাল দুপুরে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন তিনি। এবার ভুবন বাদ্যকর ও হিরো আলম মিলে একসাথে গান গাইলেন। গানের নাম, ‘হাউ ফানি’।

site