• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কিশমিশ’ রিলিজের আগেই ভক্তদের বড় সুখবর দিলেন দেব, রুক্মিনীকে সাথে নিয়ে জানালেন বিয়ের তারিখ!

টলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম দেব (Dev)। আই লাভ ইউ ছবি দিয়ে শুরু করে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বিশেষত ইয়াং জেনারেশনের সিংহ ভাগই দেব ফ্যান। তবে দেব ভক্তদের একটাই আফসোস প্রেমিকা থাকলেও তাঁর সাথে এখনও সাত পাকে বাঁধা পড়েননি অভিনেতা। তবে এবার হয়তো অপেক্ষার দিন শেষ হতে চলেছে। সামনেই মুক্তি পেতে চলেছে ‘কিশমিশ’ (Kishmish) ছবি। আর তাঁর আগেই প্রেমিকা রুক্মিণী মৈত্র (Rukmini Moitra) এর সাথে বিয়ের তারিখ জানালেন দেব!

হ্যাঁ ঠিকই দেখছেন, বিয়ের তারিখ ঘোষণা করেছেন দেব। শনিবার শহরের এক নামি শপিং মলে ‘কিশমিশ’ এর টিমের পক্ষ থেকে ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলন। সেখানেই হাজির ছিলেন টিনটিন ও রোহিনী তথা বাস্তবের দেব ও রুক্মিণী জুটি। এদিন সাদা কালো স্ট্রাইপ শার্ট পরে দেখা মিলেছে দেবের। আর রূপোলি রঙের সিক‍্যুইনের শাড়ির সাথে সরু হাত ব্লাউজে একেবারে লাস্যময়ী রূপে দেখা মিলেছে রুক্মিণীর।

   

Dev Adhikari, Rukmini Maitra,

ছবি নিয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হলেও উপস্থিত সকলেরই টিনটিন-রোহিনীর থেকেও বাস্তবের দেব – রুক্মিণীর প্রেম নিয়ে আগ্রহ ছিল অনেক বেশি। সকলের মনেই একটা প্রশ্ন, দেখতে দেখতে অনেক দিনই তো হল প্রেম করছেন দুজনে। তাহলে বিয়েটা কবে হচ্ছে? প্রায় সকলে মিলেই এই একই প্রশ্ন করেন অভিনেতাকে। যেটা শুনে দেব বলে ওঠেন, ‘অরে সবাই মিলে তো আমার বেডরুমে ঢুকে পড়েছেন!’

Dev Rukmini Announces marriage date on media conference of Kishmish,Dev,Rukmini,Dev Rukmini,Dev Rukmini Marriage,Dev Marriage Date,Kishmish,Kishmish Movie Release Date,দেব,দেব রুক্মিণী বিয়ে,দেবের বিয়ে,টলিউডের সুপারস্টার দেব,কিশমিশ,Tollywood Movie,Latest Tollywood News

তবে এই মন্তব্যের পরেই রীতিমত ভক্তদের মনে খুশির লাড্ডু ফুটিয়েছেন দেব। অভিনেতা বলে ওঠেন, ‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’ দেবের মুখে এই কথা শুনে রীতিমত অবাক সকলে। আর প্রেমিকা রুক্মিণীর মুখে তখন সুন্দর একটা লাজুক হাসি। তাহলে কি সত্যি সত্যিই কিশমিশ এর রিলিজের দিনেই বিয়ে করছেন দেব-রুক্মিণী? নাকি মজা করলেন অভিনেতা?

এই প্রশ্নের উত্তর আপাতত অধরাই রয়ে গেল। দেব-রুক্মিণী ফ্যানেদের এবার আগামী ২৯শে এপ্রিল  পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেদিনেই জানা যাবে আসল সত্যি। অবশ্য ইতিমধ্যেই হবু শ্বাশুড়ি মায়ের সাথে কিন্তু বেশ মিল হয়ে গিয়েছে দেবের। কয়েক মাস আগেই মালদ্বীপে ঘুটি কাটাতে গিয়েছিলেন দুজনে, সাথে ছিল রুক্মিণীর মা। সেখানেই তাঁর জন্মদিনের সেলিব্রেশন হয়েছিল। এখন শুধু বিয়েটা হওয়ার অপেক্ষা।

site