• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমকামী যৌনতায় ভরা ছবি খাতরা চালাতে নারাজ হল মালিকরা, প্রতিবাদে সরব পরিচালক রাম গোপাল ভার্মা

ভারতে প্রথমবার বড়ো পর্দায় আসতে চলেছে এক ভিন্ন সম্পর্কের গল্প নিয়ে তৈরি সিনেমা। এই প্রথমবার সিনেমার মাধ্যমে দুটি সমকামী মানুষের প্রেম, রোমাঞ্চ, রহস্যকে ঘিরে এক ক্রাইম থ্রিলার তৈরী করেছেন বলিউড বিখ্যাত পরিচালক রাম গোপাল বর্মা। সমকামিতা আইন ৩৭৭ ধারা আইনে স্বীকৃতি পেতেই তিনি সমাজের কাছে এই বিষয়কে আরও সরল করে তুলে ধরতেই এমন এক সিনেমা বানানোর কথা চিন্তা করেছেন।

বলিউডের প্রথম সমকামী সিনেমা ‘খতরা (ডেঞ্জারস)’ (Khatra Dangerous) ছবিটি এপ্রিল মাসের ৮ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা, তবে ছবিটির মুক্তি নিয়ে প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে। যে সমকামী সম্পর্ককে আইনে ৩৭৭ ধারায় মান্যতা প্রদান করা হয়েছে, সেই সম্পর্ক নিয়ে গঠিত সিনেমা প্রর্দশনে আপত্তি তুলেছেন সিনেমা হলের মালিকেরা।

   

রাম গোপাল ভার্মা,খাতরা,Ram Gopal Varma,Khatra,Lesbian Movie Khatra,Khatra Movie Bold Scenes,Ram Gopal Varma Movie Bold Scenes

হল মালিকদের সিনেমা প্রদর্শনে আপত্তি জানানোয় স্বাভাবিক ভাবেই ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিচালক জানিয়েছেন, ছিবিটি মুক্তির দিন কিছুদিন পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন তিনি, তবে ছবিটি মুক্তির নিশ্চিত দিনটি এখনই তিনি কিছু স্পষ্ট করে জানাতে পারেননি। তবে টুইটারের মাধ্যমে পরিচালক হল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে, তিনি এর শেষ দেখেই ছাড়বেন।

এই ছবিতে বেশ কিছু ঘনিষ্ট মুহূর্ত পর্দায় দেখানো হবে যার জন্য সেন্সর বোর্ড থেকে অনুমতিও দেওয়া হয়েছে ছবিটিকে। রাম গোপাল বর্মা অপর একটি টুইটে লিখেছেন, হল কর্তৃপক্ষরা এই সিনেমা প্রদর্শনে আপত্তি জানিয়ে মানবাধিকার লঙ্ঘন করছেন। তাই তাদের বিরুদ্ধে সমগ্র সমকামী সম্প্রদায় ও প্রত্যেকটি সাধারণ নাগরিককে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুরোধ জানিয়েছেন। পিভিআর সিনেমা ও আইনক্সের প্রদর্শন পরিচালনার বিরুদ্ধে পরিচালক রাম গোপাল বর্মা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এই ‘খতড়া ডেঞ্জারস’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপ্সরা রানি ও নৈনা গাঙ্গুলী। এই দুই অভিনেত্রী প্রথম পর্দায় সমকামী সম্পর্কের এক রহস্যময়ী ক্রাইম থ্রিলার দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন। তবে, আপাতত ছবিটি নিয়ে গড়ে ওঠা সমস্যার সমাধান হয়ে কবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই অপেক্ষায় পরিচালক তথা ছবিটির সকল কলাকুশলীরা।

site