জনপ্রিয় ভোজপুরি (Bhojpuri Actor) অভিনেতা রবি কিষাণকে(Ravi Kishan),কে না চেনেন! এককথায় ভোজপুরি ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা বিনোদন জগতের সফল অভিনেতা রবি কিষাণ একসময় দাপিয়ে বেরিয়েছেন গোটা ইন্ডাস্ট্রিতে। এছাড়া রাজনীতিতেও নাম লিখিয়েছেন এই জনপ্রিয় তারকা। তাই আজ আর কোনো নির্দিষ্ট পরিচয়ের গন্ডিতে আবদ্ধ নন তিনি।
তবে অভিনেতা আজ নিজের জীবনে যে সাফল্য অর্জন করেছেন তা কিন্তু সহজে আসেনি। এ জন্য তাকে একসময় অনেক কঠোর পরিশ্রমও করতে হয়েছে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই সবার নজরে আসে তারকাদের বাহ্যিক জগতের চাকচিক্যময় দিকটাই। অথচ সেই ঝকঝকে দুনিয়ার আড়ালে থাকা মরচে পড়া কঠোর সংগ্রামের দিকটা বেশীরভাগ ক্ষেত্রেই অজানা থেকে যায়।

ভোজপুরী অভিনেতা রবি কিষানের ক্ষেত্রেও তাই। খুব কম মানুষই আছেন যারা অভিনেতার সাফল্যের আড়ালে থাকা সংগ্রামের কথা জানেন। অভিনেতা রবি কিষাণ আজ যে জায়গায় পৌঁছেছেন তার জন্য একসময় তাকেও জীবনের এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আজ তার কাছে নাম, যশ, অর্থ খ্যাতি কি নেই!
কিন্তু অভিনেতার জীবনে এমন একটি সময় এসেছিল যখন তাকে যেতে হয়েছিল প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে। হাসপাতাল থেকে সদ্যোজাত মেয়েকে বাড়ি নিয়ে আসার মতো টাকাও ছিল না তার কাছে। তাই সে সময় বাবা হিসাবে একরত্তি মেয়েকে বাড়ি নিয়ে আসার জন্য বাধ্য হয়ে নিজের খামার পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন রবি কিষাণ।

জানা যায় রবি কিষাণ যখন সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠিন লড়াই করে চলেছেন, সেই সময় তার স্ত্রী এবং বাবা তাকে ভীষণ উৎসাহিত করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, যখন রবি কিশানের মেয়ের জন্ম হয়েছিল, তখন তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেয়ে এবং স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না তার কাছে। তাই নিজের ক্ষেতের জমি বন্ধক রেখে, অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে হাসপাতালের ফি মিটিয়ে স্ত্রী ও ফুটফুটে মেয়েকে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি।














