আমির খান (Amir Khan) নামটাই যথেষ্ট। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসাবে সকলেই একডাকে তাঁকে চেনেন। এদেশে তো বটেই বিদেশেও বলিউডের তারকা হিসাবে বেশ জনপ্রিতা রয়েছে তাঁর। নিজের দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। তবে তাঁর বেশিরভাগ ছবিই মানুষের মনে দাগ কেটে যাওয়ার মত। ঠিক যেমন ইংরেজ শাসিত ভারতের কৃষকদের জীবন এবং দেশ ভক্তি নিয়ে তৈরী ‘লাগান’ (Lagaan) ছবিটি।
আজ দুদশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবুও প্রতিটা ভারতবাসীর মনে গেঁথে রয়েছে ছবিটি। ২০০১ সালে রিলিজ হয়েছিল আমির খানের এই ছবি, ছবিতে আমির খানকে ক্রিকেটের নিয়মকানুন বুঝে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করেছিল এক ব্রিটিশ ‘গোরি মেম’। আজ একুশ বছর বাদে কেমন আছেন তিনি? অভিনেত্রীই নামই বা কি? আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি বংট্রেন্ডের পর্দায়।
ছবিতে ‘গোরি মেম’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রেচেল ইরিন শেলি (Rechel Irin Shelley)। ছবিতে আমির খানের বিপরীতে নায়িকা গৌরী চরিত্রে ছিলেন গ্রেসি সিং। আর দ্বিতীয় নায়িকা হিসাবে তুলে ধরা হয়েছিল রেচেলকে। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এমনকি অস্কারের দৌড়েও সামিল ছিল এই ছবিটি। কিন্তু আশ্চর্য ব্যাপার হল এটাই ছিল রেচেলের বলিউডের শেষ ছবি।
বাস্তবে রেচেল ইংল্যান্ডের বাসিন্দা। ২৪ বছর বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন তিনি। শুরুতে নিজের দেশেই একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। ইংল্যান্ডের ছবিতে কাজ করে বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি। এরপর বলিউডে কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। তবে ‘লাগান’ ছবিটিই ছিল তার বলিউডের কেরিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ ছবি। যদিও তারপর কেন বলিউড ছেড়ে দিলেন তিনি তা আর জানা যায়নি।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৫২ বছর, এখন প্রযোজনার কাজ করেন তিনি। আর ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার আড়ালেই থাকতে পছন্দ অভিনেত্রীর। নিজে একটি পডকাস্ট শো ‘পড ডিভা’ চালান। সাথে ব্রিটেনের একটি টিভি প্রোগ্রাম প্রযোজনা করেন। এছাড়াও রূপান্তরকামীদের হয়ে প্রচার করতে দেখা যায় তাকে।
তবে বয়স ৫০ পেরিয়ে গেলেও তাকে দেখা কিন্তু বোঝা বেশ মুশকিল। এই বয়সেও হলিউড বা বলিউডের ছবিতে তাকে অভিনয় করানো যেতেই পারে। নিজের কাজের সময়টুকু বাদে লন্ডনের নটিং হিলে স্বামী ম্যাথিউ পারখিলও সন্তানকে নিয়ে সুখের দাম্পত্য কাটাচ্ছেন অভিনেত্রী।