বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে একের পর এক দক্ষিণ ভারতীয় সিনেমা। দক্ষিণী সিনেমার বিপুল এই জনপ্রিয়তার নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন গোটা দেশের সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ। তাই বলিউড কে টেক্কা দিতে দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক সাউথের সিনেমা। দর্শকরা আজকাল এই সিনেমা গুলি একটাই পছন্দ করছেন যা শুধু দেশেই নয়, ছাপ ফেলছে গোটা বিশ্বে।
প্রসঙ্গত দক্ষিণের জনপ্রিয় সিনেমা গুলির মধ্যে ইদানীং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’ (KGF Chapter 2)। যা মুক্তি পাওয়ার আগে থেকেই কেড়ে নিয়েছে সমস্ত লাইমলাইট। প্রসঙ্গত ২০১৮ সালে কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তির প্রায় চার বছর মুক্তি চলেছে এই বহু প্রতিক্ষীত সিনেমার চ্যাপ্টার টু। প্রসঙ্গত কেজিএফ চ্যাপ্টার ওয়ান ছবিটি মুক্তির পরেও গোটা বিশ্বে ব্যাপক শোরগোল ফেলেছিল সাউথ ইন্ডাস্ট্রির এই সিনেমাটি। আন্তর্জাতিক স্তরেও বক্স অফিস কাঁপিয়ে বিরাট লাভের মুখ দেখেছিলেন এই সিনেমাটির নির্মাতারা।
এই ছবির প্রথম অধ্যায়টি মানুষের এত ভালো লেগেছিল বলেই এবার আসন্ন সিক্যুয়েল থেকেও ব্যাপক প্রত্যাশা রয়েছে নির্মাতাদের। আজ আপনাদের জানাবো এই ছবির চরিত্রগুলি সম্পর্কে দারুন মজার সব ঘটনা।প্রসঙ্গত সবাই জানেন কেজিএফ চ্যাপ্টার ওয়ানের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার যশ (Yash)। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অর্চনা জয়েস সহ আরও একাধিক অভিনেতা। তেমনই এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা রামচন্দ্র রাজু (Ramchandra Raju)।
জানলে অবাক হবেন একসময় বছরের পর বছর তিনিই অভিনেতা যশের দেহরক্ষী হিসাবে কাজ করেছেন। মনে আছে নিশ্চয়ই রামচন্দ্র রাজু কেজিএফ চ্যাপ্টার ওয়ান ছবিতে গোল্ড মাইনের মালিক সূর্যবর্ধনের বড় ছেলে গরুড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। রামচন্দ্র রাজু এই ছবি দিয়েই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
প্রসঙ্গত যশ এবং রামচন্দ্র একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। তাদের দুজনেরই একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল যা কেজিএফ-এর মধ্যে দিয়েই সম্ভব হয়েছে। জানা যায় ছবির পরিচালক প্রশান্ত নীল যশের সঙ্গে সিনেমার স্ক্রিপ্ট আলোচনা করার সময় রামচন্দ্র রাজুকে দেখেছিলেন। তারপর তিনিই তিনি ভীলেন গরুড় চরিত্রের জন্য রামচন্দ্রকে অডিশন দিতে বলেন। রামচন্দ্র রাজু অডিশনে পাস করে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ওই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেন।