বর্তমানে যশ (Superstar Yash) নাম বললেই দক্ষিণী ছবির জগতে সবাই তাকে একডাকে চেনে। KGF Chapter 1 এ ব্যাপক জনপ্রিয়তা মিলেছিল। আর এবার কেজিএফ চ্যাপ্টার ২ (KGF 2) রিলিজের আগেই একপ্রকার সুপারহিট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একটা নয় বরং দুটো বড়সড় রেকর্ড তৈরী করে ফেলেছে ছবিটি। লন্ডনের মাটিতে নতুন রেকর্ড তৈরী করেছে KGF 2।
দীর্ঘদিন ধরেই মহামারীর কারণে বারবার পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে ১৪ই এপ্রিল মুক্তি পাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত কেজিএফ চ্যাপ্টার ২। ছবিতে সুপারস্টার যশ ছাড়াও বলিউডের সঞ্জয় দত্ত ও রাবিনা টন্ডনকে দেখা যাবে। গোটা বিশ্বে একই দিনে বিভিন্ন ভাষায় রিলিজ হতে চলেছে ছবিটি। আর রিলিজের আগেই ছবি একপ্রকার হাউসফুল।
কেন এমন কথা বলছি? আসলে ১৪ই এপ্রিল রিলিজের দিন নির্ধারিত হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে টিকিট কাটা। যারা ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা আগেভাগেই টিকিট কেটে ফেলেছেন। যুক্তরাজ্যে ইতিমধ্যেই রেকর্ড ব্রেকিং টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিনেমা বিশেষজ্ঞ রমেশ বালার মতে, রিলিজের আগেই দারুন আয় শুরু হয়ে গিয়েছে যুক্তরাজ্যে।
#KGFChapter2 off to a great start at the UK 🇬🇧 Box Office.. https://t.co/2hM8ipFFGq
— Ramesh Bala (@rameshlaus) April 3, 2022
লন্ডনের , KGF 2 সমস্ত ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। আরএফটি ফিল্মস একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে, মাত্র ১২ ঘন্টার মধ্যেই ৫০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর। তাও আবার ওপেনিং সেলেই। এই টুইটটিকে শেয়ার করে রমেশ লিখেছেন, ‘লন্ডনের বক্স অফিসে দুর্দান্ত শুরু হয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর’।
ছবিতে যশের অভিনয় আগেই প্রশংসিত হয়েছিল। তবে এবারে ভিলেন হিসাবে দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর অনেকেই হয়তো জানেন না অভিনেতা অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়ে এই শুটিং করেছেন। ছবির শুটিং চলাকালীন ক্যান্সার এর চিকিৎসা চলছিল সঞ্জয় দত্তের। চিকিৎসার পাশাপাশি শুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন তিনি। অভিনেতার এই অদম্য সাহসিকতা ও কঠোর পরিশ্রমের প্রসঙ্গ করেছেন অভিনেতা যশ। তাঁর মতে, ‘সঞ্জু স্যার, আপনি হলেন একজন সত্যিকারের যোদ্ধা’।
প্রসঙ্গত, আরও একটি রেকর্ড করেছে KGF 2। ছবি রিলিজ হবার আগেই টি-সিরিজ ও লাহাড়ি মিউজিকের সাথে ৭.২ কোটি টাকার ডিল হয়ে গিয়েছে। কেজিএফ ২ এর গানের স্বত্ব এই বিপুল টাকায় বিক্রি হয়ে রীতিমত নতুন রেকর্ড তৈরী করেছে দক্ষিণী ছবির জগতে।