বলিউড নামটা শুনলেই সবার আগে মাথায় আসে সিনেমা আর সিনেমার কিছু দুর্দান্ত গান। বিখ্যাত অভিনেতাদের আইকনিক কিছু গান রয়েছে যেগুলো একবার মাথায় আসলেই গুনগুনিয়ে গাইতে ইচ্ছা করে। তবে বলিউডে এমন কিছু প্রতিভাবান অভিনেতারাও রয়েছেন যারা দুর্দান্ত অভিনয় তো বটেই সাথে গান গাইতেও পারেন। আজ বংট্রেন্ডের পেজে এমনিই কিছু অভিনেতাদের নামের তালিকা রইল আপনাদের জন্য।
সোনু নিগম (Sonu Nigam)
বলিউডের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে অন্যতম সোনু নিগম। একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি বলিউডকে। তবে শুধুই দুর্দান্ত গান নয়, সাথে অভিনয়টাও বেশ ভালোই পারেন তিনি। নায়ক হিসাবে অভিনয় করেছিলেন ২০০২ সালে রিলিজ হওয়া ‘জানি দুশমন: এক অনৌখি কাহানি’ ছবিতে। এরপরে ‘কাশ আপ হামারে হোতে’, ‘লাভ ইন নেপাল’ ছবিতেও দেখা গিয়েছিল তাকে।
আলী জাফর (Ali Jafar)
প্রতিবেশ দেশ পাকিস্তানের এই গায়ক বলিউডে একাধিক হিট গান উপহার দিয়েছেন। তবে গায়ক হওয়ার পাশাপাশি অভিনয়েও তার প্রতিভা রয়েছে। তেরে বিন লাদেন’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘লন্ডন’, ‘প্যারিস’, ‘নিউইয়র্ক’ এই সমস্ত ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)
হিমেশ রেশমিয়া নামটার সাথে সকলেই বেশ পরিচিত। একসময়ে আলাদাই ক্রেজ ছিল তাঁর গানের। ‘ঝলক দিখলাজ’, থেকে ‘ও হুজুর’ একসময় চারিদিকে ভাইরাল চলত। তবে গানের পাশাপাশি অভিনয়েও বহুবার দেখা গিয়েছে তাকে। ‘কর্য’, ‘খালিদি ৭৮৬’, ‘দ্য এক্সপোজ’, ‘আপ কা সুরর’ এর মত একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
কিশোরে কুমার (Kishore Kumar)
বলিউডের ভক্ত অথচ কিশোর কুমারের গান শোনেনি এটা এককথায় অসম্ভব। লেজেন্ডারি গায়ক ছিলেন কিশোর কুমার। তবে গায়ক হওয়ার পাশাপাশি নায়ক হিসাবেও তাঁর খ্যাতি কোনো অংশে কম নয়। ‘চলতি কা নাম গাড়ি’, ‘হাফ টিকিট’, ‘হাঙ্গামা’, ‘পেয়ার দিওয়ানা’, ‘বাড়তি কা নাম দাড়ি’ এর মত ছবিতে কমেডি চরিত্রে কিশোর কুমারের অভিনয় হাসি ফুটিয়েছিল সকলের মুখে।
লাকি আলী (Lucky Ali)
বলিউডের গায়ক তথা সুরকার হিসাবে বেশ খ্যাতি রয়েছে লাকি আলীর। এছাড়াও অভিনেত্রী মীনা কুমারীর ভাগ্নে হিসাবেও পরিচিত তিনি। তবে আরও একটা পরিচয় রয়েছে তাঁর, গায়ক সুরকার হওয়ার পাশাপাশি অভিনয়েও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘ইয়ে হে জিন্দেগী’, ‘হামারে তুমহারে’ এর মত ছবিতে অভিনয় করেছেন লাকি আলী। শ্যাম বেনেগালের ‘ভারত ইক খোঁজ’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে।