বলিউডে খানদের (Bollywood Khans) কথা উঠলেই সবার মুখে মুখে ঘোরে জনপ্রিয় তিন খানের নাম। এমনিতে নিজেদের দীর্ঘ অভিনয় জীবনে একাধিক বিতর্কে জড়িয়েছেন এই তিন অভিনেতা। এমনকি একসময় তাদের বিরুদ্ধে একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ার নষ্ট করে দেওয়ারও অভিযোগ উঠেছিল। যার জেরে আজ গোটা বলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছে একাধিক নাম করা সব প্রতিভা।
আজ আপনাদের জানাবো বলিউডের এমনই একজন হারিয়ে যাওয়া প্রতিভাবান সেলিব্রেটি সম্পর্কে। এই প্রতিভাবান শিল্পী হলেন সোনু ওয়ালিয়া (Sonu Walia)।একসময় মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন এই বলিউড অভিনেত্রী। একসময় বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেছিলেন তিন খানের কারণেই নষ্ট হয়েছিল তার কেরিয়ার। এই কারণেই একসময় বলিউডকে বিদায় জানিয়েছিলেন সোনু।
১৯৮৫ সালে মিস ইন্ডিয়া (Miss India) হওয়ার পর বলিউডে পা রেখেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। জনপ্রিয় সিনেমা ‘খুন ভরি মাং’ দিয়েই অভিনয় জগতে পা রেখেছিলেন সোনু। যদিও এই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন রেখাজি। সেই সময়ে এই ছবিতে অভিনয় করেই তিনি সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। এরপর ১৯৮৮ সালে,অভিনেত্রীর ছবি আকর্ষণ মুক্তি পায়, সেসময় এই সিনেমায় তার অভিনিত দৃশ্যগুলি ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।
জানা যায় নিজের পড়াশোনা শেষ করেই মডেলিংয়ে প্রবেশ করেছিলেন সোনু। আর মডেলিংয়ে আসার খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত সাফল্য পেয়েছিলেন সোনু। সেসময় অসংখ্য পুরুষ হৃদয়ে ঝড় তোলা সোনু ছিলেন তৎকালীন গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে অন্যতম। কিন্তু পরবর্তীতে কিছু ছবিতে কাজ করার পর একসময় বলিউড থেকে একেবারে উধাও হয়ে যান সোনু।
অনেক বছর পর এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি ছাড়ার আসল কারণ জানান অভিনেত্রী। বলিউডের তিন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে অভিনেত্রী দাবি করেছিলেন বলিউডের তিন খানের কারণে নাকি ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাননি তিনি। আসলে সোনুর উচ্চতা ছিল অনেক বেশি, আর তার তুলনায় তিন খানেরই উচ্চতা ছিল কম। আর এই কারণেই সেসময় তার মত লম্বা মেয়ের কাজ পাওয়া মুশকিল হয়ে পড়ে তাই তিনি সে সময় বলিউডকে বিদায় জানিয়ে হোটেল মালিক সূর্য প্রকাশকে বিয়ে নেন। এখন সোনু মুম্বাইতে থাকেন, এবং সেখানে এখন তার নিজস্ব প্রোডাকশন হাউসও আছে।