বাংলার বিনোদন মূলক চ্যানেল গুলোতে এখন সপ্তাহজুড়ে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। তবে সময়ের সাথে সাথে বদলেছে ধারাবাহিকের বিষয়,চরিত্র থেকে শুরু করে আরও অনেক কিছুই। আর এই মুহুর্তে সারা দেশেই কিন্তু বেশ জনপ্রিয় বাংলার একাধিক সিরিয়াল।
তবে এখন সিরিয়াল মানেই টি আর পি (TRP) । তাই আজকাল সব সিরিয়ালের ক্ষেত্রে টি আর পিই শেষ কথা। তাই প্রতি সপ্তাহেই বাংলার একাধিক বিনোদন মূলক চ্যানেল গুলোর মধ্যে চলতে থাকে টি আরপির লড়াই। সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা ভালোই জানেন বিগত বেশ কিছুদিন ধরে এই টিআরপি চার্টে ভালোই স্কোর চলেছে স্টার জলসার একাধিক জনপ্রিয় ধারাবাহিক।
তাই সেদিক দিক দিয়ে দেখলে এখন সময়টা ভালোই যাচ্ছে স্টার জলসার। সেইসাথে একের পর এক সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা স্টার জলসার এমনই এক জনপ্রিয় ধারাবাহিক হল ধূলোকণা (Dhulokona)। এই সিরিয়ালের নায়িকা ফুলঝুরি (Phuljhuri) এবং নায়ক লালনের বিয়ে হয় ওয়ার কথা হচ্ছে সেই কবে থেকে।
কিন্তু একবার লালন তো একবার ফুলঝুরি কখনও বিপদে পড়ছে আবার কখনও অসুস্থ পড়ছে। সেইসাথে চড়ুইয়ের একের পর এক শয়তানি তো আছেই। যার জেরে কিছুদিন আগেই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে এবার অন্ধ হয়ে গিয়েছে ফুলঝুরি। তাই এই অবস্থায় লালন কে বিয়ে করে সারা জীবনের জন্য তার বোঝা থাকতে চায় না ফুলঝুরি। কিন্তু বারবার চড়ুইয়ের শয়তানি আর লালন ফুলঝুরির বিয়েতে বাধা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন দর্শকরাও।
তাই দর্শকদের মুখ ফেরানোর আগেই এবার ধূলোকণায় আসতে চলেছে মোড় ঘোরানো নতুন ট্রাক। এমনিতে দর্শকরা আগেই কিছুটা হলেও আভাস পেয়েছিলেন ছোট মামু অর্থাৎ বুলেটের (Bullet) সাথে ফুলঝুরির রক্তের সম্পর্ক রয়েছে। এবার এই সিরিয়ালের আসন্ন পর্বে দেখা যাবে বুলেটই হলো ফুলঝুরির আসল বাবা। জানা যাবে বুলেট এবং পরমার সন্তান হল ফুলঝুরি। এই নতুন পরমার (Parama) চরিত্রে অভিনয় করছেন শম্পা ব্যানার্জী।এর আগে দেশের মাটি সিরিয়ালে কিয়ানের কাকিমার চরিত্রে অভিনয় করেছিলেন।