• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুবড়ির কথার ঝাঁঝেই ঘায়েল অর্জুন! হাতের আঁশ বটিকে ফুলের মালা ভেবে দেখছে বিয়ের স্বপ্ন

Published on:

উড়ন তুবড়ি,Uron Tubri,অর্জুন,Arjun,তুবড়ি,Tubri,মজার ভিডিও,Funny Video

বাংলার দর্শকদের কাছে সিরিয়াল আজকের বিষয় নয়। সিরিয়াল প্রেমীদের কাছে দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। এই তালিকায় একে অপরকে জোর টক্কর দিচ্ছে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা।

সম্প্রতি জি বাংলার প্রথম সারির সিরিয়াল গুলিকে সমান তালে টেক্কা দিয়ে চলেছে স্টার জলসার গাঁটছড়া, খুকুমণি হোম ডেলিভারি, মন ফাগুন এবং ধূলোকণার মতো সিরিয়ালগুলি। যার জেরে প্রথম স্থান খুইয়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়েছে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই। তবে ঘুরে কোমর কষে নেমে পড়েছে জি বাংলাও। উমা, পিলু, লক্ষী কাকিমা,গৌরী এলর পর কিছুদিন আগেই শুরু হয়েছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল উড়ন তুবড়ি (Uron Tubri)।

উড়ন তুবড়ি,Uron Tubri,অর্জুন,Arjun,তুবড়ি,Tubri,মজার ভিডিও,Funny Videoএক মা এবং তার তিন মেয়ের জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিরিয়ালে দেখা গিয়েছে চপ,কচুরির মত তেলে ভাজার দোকান চালান সাবিত্রী। সিরিয়ালের নায়িকার এই মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লাবণি সরকার। বড় মেয়ে তোড়া, মেজ মেয়ে তুবড়ি আর ছোট তিন্নিকে নিয়েই অভাবের সংসার তার।

সাবিত্রীর স্বামীকে তারই ছোট বোন তার থেকে দূরে রেখে দিয়েছেন। যে করেই হোক দিদিকে টেক্কা দেওয়াই তার জীবনের একমাত্র লক্ষ‍্য।এই বিশেষ খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋ। এছাড়া এই সিরিয়ালের নায়িকা তুবড়ির চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জী এবং তার বিপরীতে অর্জুনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা স্বস্তিক ঘোষকে।

উড়ন তুবড়ি,Uron Tubri,অর্জুন,Arjun,তুবড়ি,Tubri,মজার ভিডিও,Funny Video

এমনিতে এই সিরিয়ালের নায়িকা তুবড়ি কখনও হাতে পাথর কিংবা কখনও বঁটি নিয়ে চলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো সেখানে দেখা যাচ্ছে জোড় করে তুবড়িদের বাড়ি থেকে উচ্ছেদ করতে আসেন কিছু লোক। কিন্তু তুবড়ি জানায় ওই বাড়ি তার মায়ের লেখা। সেখানেই অর্জন এসে দাঁড়ালে তার গলায় আঁশ বঁটি ধরে তুবড়ি, আর অর্জুন স্বপ্ন দেখতে করে তাকে বিয়ে করার জন্য হাতে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভুবড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥