• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার অভিনেতার মতো দারুণ একজন বাবাও! মেয়ের সাথে মিষ্টি সময় কাটালেন জিৎ, ভাইরাল ভিডিও

jeet,jeet daughter,mohona,Navanya,Viral video,জিৎ,নবন্যা,ভাইরাল ভিডিও

এখনো টলিউড ইডাস্ট্রির কমার্সিয়াল ছবির কথা উঠলেই প্রথমেই নাম আসে জিতের। সারাবছর খুব বেশি সিনেমা করেন না অভিনেতা। কিন্তু যেটাই করেন সেটাই হিট। কিন্তু অভিনয়ের পাশাপাশি জমিয়ে সংসারও করেন অভিনেতা। স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যাকে নিয়ে সাজানো সুখী পরিবার তার।

এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও পরিবারের প্রতি তার দায়িত্বের খামতি নেই। স্ত্রী মোহনাকে নিয়ে তিনি যে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তা বলাই বাহুল্য। প্রায়শই স্ত্রীয়ের সঙ্গে আবেগঘন আদুরে ছবি পোস্ট করেন জিৎ। বাবা হিসেবেও বেশ দায়িত্বশীল অভিনেতা। আদরের মেয়ে নবন্যা যেন তার চোখের মণি। ৮ বছরের নবন্যাও বাবা বলতে পাগল।

jeet,jeet daughter,mohona,Navanya,Viral video,জিৎ,নবন্যা,ভাইরাল ভিডিও

সুপারস্টার অভিনেতা তিনি, বেশিরভাগ সময়ই যে শ্যুটিং এ ব্যস্ত থাকেন তা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ফাঁকে যতটুকু সময় তিনি পান মেয়ের সাথে সময় কাটাতে ভোলেন না। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে মেয়ের সাথে কাটানো একটি মিষ্টি মুহুর্তের ভিডিও।

jeet,jeet daughter,mohona,Navanya,Viral video,জিৎ,নবন্যা,ভাইরাল ভিডিও

যেখানে দেখা যাচ্ছে, মেয়ের সাথে ‘মেরি গো রাউন্ড’এ উঠে বেজায় মজা পেয়েছেন অভিনেতা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “যখন সে অবশেষে পাপাকে নিয়েই যায় মেরি গো রাউন্ডে।” বাবার সাথে নাগরদোলায় উঠে ছোট্ট নবন্যার উচ্ছ্বাসও যেন কয়েক গুন বেড়ে গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

প্রসঙ্গত, টলিপাড়ার অন্যতম সফল দাম্পত্য জুটি হলেন সুপারস্টার জিৎ এবং তাঁর স্ত্রী মোহনা রতলানী। দেখতে দেখতে সম্পর্কের ১০ বছর পার করে ফেলেছেন তাঁরা। ২০১১-সালে লখনউয়ের এক সুন্দরী শিক্ষিকা মোহনা রাতলানী কে বিয়ে করেছিলেন অভিনেতা। বিয়ের বছর খানেকের মধ্যেই তাঁদের কোলে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। সবমিলিয়ে আজ সুখী গৃহকোণ জিৎ মোহনার।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥