কারিনা কাপুরের মতো, অভিনেত্রী, হোস্ট এবং কৌতুক অভিনেতা ভারতী সিং (Bharti Singh) কয়েক মাস আগে ইউটিউবে সবচেয়ে মধুর ভিডিও দিয়ে তার গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন। বাড়িতে থাকা বা পাপারাজ্জিদের চোখ থেকে দূরে থাকার পরিবর্তে, ভারতী একেবারে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত ছিলেন ক্যামেরার সামনে, এবং পাপারাজ্জিদের নিজের সমস্ত আপডেট দিতে থেকেছেন তিনি।
ভারতী দেশের প্রথম হোস্ট যিনি গর্ভাবস্থাতেও শো চালিয়ে গিয়েছেন। এই কারণে অসংখ্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বেবি বাম্প নিয়ে ভারতীর একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশেষে রবিবার এলো সেই সুখবর।
এদিন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া সোশ্যাল মিডিয়ায় ভারতীর মা হওয়ার খবর শেয়ার করে জানান, তারা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই রবিবার বিকাল তাই শুধু ভারতী এবং হর্ষের পরিবারের জন্যই নয়, তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্যও সুসংবাদ নিয়ে এসেছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।
ইতিমধ্যেই তারকা বন্ধুরাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন, অনিতা হাসানন্দানি যিনিও সদ্য মা হয়েছেন লিখেছেন, “ইয়ায়ি অভিনন্দন”, অর্জুন বিজলানি লিখেছেন, “অভিনন্দন” গায়িকা নেহা কক্কর লিখেছেন, “দারুণ.. অভিনন্দন!!” অমৃতা খানভিলকর লিখেছিলেন, “ওহহহহ মায়ি গড, অনেক অনেক অভিনন্দন”
View this post on Instagram
হুনারবাজের শ্যুট করার পরে, হর্ষ এবং ভারতী ইউটিউবে তাদের নিজস্ব শো শুরু করেছেন, খাতরা খাতরা যার শিরোনাম হচ্ছেন নিক্কি তাম্বোলি, প্রতীক সেহজপাল এবং নিশান্ত ভাট। ভারতী তার গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত শোয়ের জন্য শুটিং করছিলেন এবং আমরা আশা করি যে অভিনেত্রী শীঘ্রই তার সন্তানের প্রথম ছবি তার ভক্তদের সাথে ভাগ করবেন।