দক্ষিণী ছবির দাপটে রীতিমতো কাঁপছে বলিউড, কারণ পরিচালক এস এস রাজা মৌলির (S S Raja Mouli) RRR ছবিটি একপ্রকার ইতিহাস তৈরী করেছে। বাহুবলী, পুষ্পা,কাশ্মীর ফাইলস সবাইকে পিছনে ফেলে ৮০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে দক্ষিণী ছবি আরআরআর। সর্বত্র ছবি নিয়ে চর্চা ও ছবিতে দুর্দান্ত অভিনয় থেকে স্টোরির প্রশংসা চলছে। কিন্তু এবার গতানুগতিক ধারায় RRR ছবি নিয়ে সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইন্ডাস্ট্রির স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রাশিদ খান (Kamal Rashid Khan)।
বহুপ্রতিক্ষার পর বিগত ২৫শে মার্চ রিলিজ হয়েছে আরআরআর ছবিটি। ছবিতে জুনিয়ার এনটিআর (Jr. NTR) ও রামচরণ (Ram Charan) এর মত অভিনেতাদের পাশাপাশি বলিউডের অজয় দেবগণ, আলিয়া ভাটকে দেখা গিয়েছে। ছবিতে দুর্দান্ত কাহিনী, ভিএফেক্টসের কাজ সহ তারকাদের অভিনয় সবটাই প্রশংসা পেয়েছে দর্শক থেকে ফিল্ম সমালোচকদের থেকে। কিন্তু কেআরকে মোটেই সন্তুষ্ট হননি। বরং ছবির বক্স অফিস কালেকশন নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি।
শুরুতে ৩১শে মার্চ কেআরকে টুইট করেন, ‘দর্শকেরা RRR ছবিটিকে সম্পূর্ণ বাতিলের খাতায় ফেলে দিয়েছে। ছবিটা সম্পূর্ণ ফ্লপ। কিন্তু ছবির পরিচালকেরা মিথ্যে একটি খ্যাতি তৈরী করছে টাকা দিয়ে মিডিয়া রিপোর্ট করিয়ে। আমি আমার পরবর্তী রিভিউতে এটা প্রমাণ করে দেব যে এটা একটা সম্পূর্ণ ফ্লপ ছবি। লোকে জানেই না ৬৮০ কোটি কিভাবে গুনতে হয়’।
Public has totally rejected #RRR and it’s a disaster. But makers are creating fake hype from fake reporting by paid media. So I will prove in my next review that it’s already a disaster. People know nothing how to calculate huge budget of ₹680Cr!
— KRK (@kamaalrkhan) March 31, 2022
এরপর আবারও পরের দিনে নতুন টুইটে কেআরকে লেখেন, ‘RRR এর প্রথম সপ্তাহের কালেকশন এই দশকের সবচেয়ে খারাপ। আরআরআর এর বাজেট বাহুবলি ও বাহুবলীর দ্বিগুণ হলেও বাহুবলীর ৪০% ব্যবসা করতে পারবে। কেআরকের এই ধরণের রিভিউ ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
According to first week collection of film #RRR it is one of the biggest disaster of this decade. RRR budget is two-time more than joint budget of Baahubali and Baahubali2 and lifetime business will be 40% off film #Baahubali2 only.
— KRK (@kamaalrkhan) April 1, 2022
তাঁর টুইট ভাইরাল হয়ে পড়তেই নেটিজেনরা একপ্রকার ধুয়ে দিয়েছে তাকে। এক নেটিজেন লিখেছেন, ‘বাজে বকা বন্ধ কর কেআরকে, আজ সকাল ১১.৩০ থেকে শো হাউস ফুল চলছে IMAX এ। ছবিটির প্রশংসায় সকলেই পঞ্চমুখ হয়েছে, আমি নিজেও ছবিটি দেখতে দুবার গিয়েছি। দুর্দান্ত সিনেমা হয়েছে বিশেষত জঙ্গলের ফাইনাল দৃশ্য রীতিমত গায়ে কাঁটা দেওয়ার মত ছিল।’
Bakwaas bandh kar KRK. Today IMAX morning 11:30 am show was Housefull and all very cheering and hooting while watching this masterpiece film. I toh had gone the second time to watch it and still had a blast. The final forest scene is total goosebumps gnteed scene. Packed theatre!
— david (@david87292055) April 1, 2022
প্রসঙ্গত, ১ সপ্তাহ পেরিয়েও রমরমিয়ে চলছে RRR ছবিটি। ইতিমধ্যেই ৮০০ কোটি টাকার ব্যবসা হয়ে গিয়েছে। আর আজ রবিবার সপ্তাহের ছুটির দিন। দিনেও ভালো টাকার ব্যবসা করার আশা রাখছেন ছবির পরিচালকেরা। আর হয়তো ভালোমত চললে ১০০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে আরআরআর এর বক্স অফিস কালেকশন।