‘কিং ইজ ব্যাক’ বলিউডের আর চিন্তা নেই। অনেক দিন ফাঁকা মাঠে গোল দিয়ে বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছে সাউথ থেকে শুরু করে বলিউডের বিভিন্ন তারকাদের ছবি। প্রায় তিন বছরের দীর্ঘ বিশ্রামে ছিলেন বলিউডের ‘কিং খান’। আর এই সুযোগেই হঠাৎ করে আল্লু অর্জুনও পুষ্পা ছবির মাধ্যমে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। আল্লু অর্জুনের রাজ দেখে রীতিমতো ভয়ে কাটা হয়েছিল বলিউডের উঠতি অভিনেতারা৷ পুষ্পার রাজ শেষ হতে না হতেই এখন আবার বক্স অফিস কাঁপাচ্ছে জুনিয়র NTR, এবং রামচরণের ছবি আরআরআর। ছবির পরিচালক বাহুবলী খ্যাত রাজা মৌলি।
কিন্তু এতদিন বড় পর্দা থেকে দূরে থেকেও শাহরুখের বিন্দু মাত্র সে ভয় নেই। কেননা তিনি বলিউডের বাদশা, তিনি ইন্ডাস্ট্রির রাজা। দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন বলিউডে। তার ছবির জন্য ট্রেলারও লাগেনা, কেবল শাহরুখের কামব্যাকের খবর পেয়েই দেশবাসীর উচ্ছ্বাস আর ধরছেনা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহরুখের পাঠান লুক। এই বয়সেও তার জেল্লায় হাত পুড়ছে ৮ থেকে আশির।
অনেকেই ভেবেছিলেন শাহরুখের সিংহাসন নড়বড়ে হয়ে গিয়েছে, কিন্তু তাদের কার্যত হিলিয়ে দিয়ে দমদার এন্ট্রি নিচ্ছেন বাদশা। সদ্য পাঠানের শ্যুটিং শেষ করে স্পেন থেকে মুম্বই ফিরেছেন কিং খান। পাঠানের পরেও তার হাতে দুই দুখানা ছবি। সূত্রের খবর, এবার অ্যাটলির হোম প্রোডাকশনের শ্যুটিং শুরু করবেন বাদশা , ইতিমধ্যেই তার টুকটাক শ্যুটিং সেরেও ফেলেছেন তিনি৷ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়মণী, সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে।
সামনেই টানা ১০ দিন মুম্বইয়ে টাইট শ্যুটিং শিডিউল রয়েছে শাহরুখের৷ শাহরুখের প্রত্যাবর্তনে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #King_is_back। অ্যাটলির ছবির শ্যুটিংয়ের ফাঁকেই ব্রেক নিয়ে রাজু হিরানির ছবির শ্যুটিং করবেন শাহরুখ, তার বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিতে ভিকি কৌশলকে দেখা যাবে ক্যামিও চরিত্রে ।