দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের মনোরঞ্জন করতে একের পর এক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি। সেইসাথে রয়েছে টিআরপির (TRP) লড়াই, যার জেরে এখন অবস্থাটা খানিকটা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তবে বিগত বেশ কিছুদিন ধরে সময়টা বেশ ভালোই যাচ্ছে স্টার জলসার। একের পর নতুন সিরিয়াল তো আছেই, সেইসাথে রয়েছে টি আর পি চার্টে নজরকাড়া রেটিং পয়েন্ট।
সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একবারে ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। এই সিরিয়ালে অসম বয়সী দুজন মানুষের এক এক সুন্দর দাম্পত্য জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য। তাই সিরিয়ালের প্রথম প্রোমো সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল চারদিকে। সিরিয়াল শুরুর এক সপ্তাহের মধ্যেই এই ধারাবাহিকে দেখা গিয়েছে শহরের নামি অ্যাডভোকেট অরিন্দম রায়ের সাথে বিয়ে হয়েছে গ্রামের অল্প বয়সী নোলকের।
সিরিয়ালে অ্যডভোকেট অরিন্দম বসুর চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। আর তাঁর বিপরীতে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে একেবারে নতুন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)-কে। কিন্তু বয়সের বিস্তর ফারাক থাকা একজন অভিনেতা যে কিনা দেখতে গেলে বাবার বয়সী তার সাথে অল্প বয়সী নায়িকার এই প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রশ্নের মুখে পড়েছিলেন এই ধারাবাহিকের নির্মাতারা।
এমনকি ধারাবাহিকের নায়ক তথা অভিনেতা কৌশিক সেনকেও ছেড়ে কথা বলেননি কেউ। সিরিয়াল শুরুর আগেই সিরিয়াল বন্ধের দাবি ওঠে। এরইমধ্যে সিরিয়ালের প্রযোজক অর্থাৎ রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ করেন প্রথম সপ্তাহেই টিআরপি চার্টের প্রথম ৫ থাকবে তার এই নতুন ধারাবাহিক। কিন্তু আদতে তা হয়নি, এরপর অনেকেই গোধূলি আলাপের সমালোচনা করতে শুরু করেন ঠিকই, কিন্তু ভিন্ন স্বাদের সিরিয়াল দেখে দর্শকদের একটা বড় অংশ কিন্তু অনেক শুভেচ্ছা জানিয়েছেন এই সিরিয়ালের গোটা টিমকে।
অভিজ্ঞ অভিনেতা কৌশিক সেনের নতুন নায়িকা সোমু সরকার পাল্লা দিয়ে যেভাবে অভিনয় করছে তা দেখে দারুণ প্রশংসা করেছেন দর্শক। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি ভিডিওতে দেখা গিয়েছে নোলকের কান্না থামাতে এক মজার কান্ড করল তার স্বামী অরিন্দম। পকেট থেকে রুমাল বার করে সুকুমার রায়ের (Sukumar Roy) বিখ্যাত ‘হযবরল’ -এর সেই বিখ্যাত লাইন ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’ বলে নোলকের মুখে হাসি ফোটাতে দেখা যায় অরিন্দম কে।