সইফ আলি খানের (Saif Ali Khan) কন্যা সারা আলি খান (Sara Ali khan)। এই মুহুর্তে আর তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। অক্ষয় কুমারের সাথে শেষ ছবি ‘আতরাঙ্গি রে’ তে অভিনয় করে গত কয়েকদিন ধরে লাগাতার শিরোনামে রয়েছেন তিনি। নবাব কন্যা সারা আলি খানের ধর্ম মুসলিম একথা সকলেরই জানা, কিন্তু তিনি মাঝেমধ্যেই প্রার্থনা করতে মন্দিরে যান প্রার্থনা করতে।
কখনও কেদারনাথের ধাম তো কখনো সাই বাবার মন্দিরে, বহুবার সারার ভক্তির নজির মিলেছে সোশ্যাল মিডিয়ায়। মুসলিম ধর্মাবলম্বী হয়েও গুরুদ্বার বা মন্দিরে যাওয়ার জন্য একাধিকবার উপহাস সমালোচনার মুখেও পড়তে হয়েছে সারাকে, কিন্তু সেসব কোনোকালেই গায়ে মাখেন না ‘চকা চক’ গার্ল।
কাশী বিশ্বনাথ ধাম, কামাখ্যা মন্দির, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ সহ বহু তীর্থক্ষেত্রে ঘুরেছেন তিনি। কখনো কখনো সারার মা অমৃতা সিংকেও সঙ্গী হতে দেখা গিয়েছে মেয়ের। অহিন্দু হয়ে হিন্দু মন্দির দর্শন করায় বহুবার মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন সারা। মিলেছে অভিশাপও। কিন্তু সাবধানবাণী কানে তোলেননি সইফ কন্যা।
এবার তিনি পাড়ি দিলেন গুজরাটে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, তার সঙ্গী ছিলেন অভিনেতা বিক্রান্ত মাসে। দুজনে একসঙ্গে ‘গ্যাসলাইট’ ছবিতে অভিনয় করছেন। দুজনের মন্দির দর্শনের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সারা, যেখানে মাথায় তিলক লাগিয়ে ভগবানেত সামনে বসে রয়েছেন সইফ কন্যা এবং বিক্রান্ত। আর এই ছবি প্রকাশ্যে আসতেই রে রে করে এসেছেন একদল কট্টরপন্থী।
একজন লিখেছেন, ‘সবসময় হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছেন। কিন্তু মুসলিম পরবগুলো একটাও না। বোঝাই যাচ্ছে রমজানে কেমন উপোস থাকবেন আপনি।’ আরেকজনের বক্তব্য, ইসলামের প্রতি লজ্জা সারা। আবার কারোর কটাক্ষ, বলিউডের হিন্দুবিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকেই এই ইন্ডাস্ট্রিকে বয়কট করতে শুরু করেছে। তাই এখন এত মন্দির দর্শনের ঘটা। কিন্তু এসবে কান দেন না অভিনেত্রী তার কাছে ভক্তিই সব।