দীর্ঘ প্রায় চার দশকের বেশি দাপিয়ে টলিউডে অভিনয় করার পর গত ২৪ শে মার্চ ঘুমের মধ্যে চিরতরে না ফেরার দেশে চলে গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ‘হার্টথ্রব অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abishek Chatterjee)। প্রতিভাবান এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। বিগত বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টলিপাড়ার এই কার্তিক ঠাকুর। তবে বড় পর্দা থেকে দূরে থাকলেও ছোট পর্দায় কাজ করছিলেন অত্যন্ত দাপটের সঙ্গে।
তাই মৃত্যুর আগে পর্যন্ত অসুস্থ শরীরেই করছিলেন সিরিয়ালের শুটিং। একই সঙ্গে তিনি অভিনয় করেছিলেন স্টার জলসার জনপ্রিয় দুটি সিরিয়াল ‘মোহর’ এবং ‘খড়কুটো’-তে। এই ‘খড়কুটো’ (Khorkuto)সিরিয়ালের নায়িকা গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) ‘ড্যাডি’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক। তবে শুধু সিরিয়ালেই নয় বাস্তবেও তৃণাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন অভিষেক। এই ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেকের।
অন্যদিকে মোহরে তিনি শঙ্খ রায় চৌধুরীর পিতা আদিদেব রায় চৌধুরীর ভূমিকায় অভিনয় করছিলেন। অদিতি ওরফে অনুশ্রী দাসের সঙ্গে তার জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। এই দুই ধারাবাহিকেরই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস যার কর্ণধার লীনা গাঙ্গুলি।
বিগত ১০ বছর ধরে অভিষেক ব্যানার্জি যুক্ত রয়েছেন ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থার সাথে। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে শোকাহত লীনাও। তার মৃত্যুর পর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন বারংবার ঘোরেফেরা করছিল তবে গুনগুনের ড্যাডি এবার কে হবে। এক দলের মত, কিছুতেই অন্য কাউকে মানতে পারবেন না তারা অভিষেকের জায়গায়৷ সম্প্রতি লীনাও আশ্বস্ত করেছেন এই মুহুর্তে তার জায়গায় কাউকেই নেওয়া হবেনা, আপাতত কদিন আরামসে চলবে ধারাবাহিক। আর মোহরের শেষ পর্বের শ্যুটিংও অভিনেতাকে সম্মান জানিয়ে সেরে ফেলা হয়েছে, যেখানে তার চরিত্রের প্রয়োজন হয়নি।