সিরিয়ালের কূটকচালি আর ষড়যন্ত্রের ভিড়ে টেলিভিশনের পর্দায় বেশ কিছু রিয়্যালিটি শো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এমনই একটি জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দেখতে দেখতে সিজেন ১ থেকে শুরু হয়ে সিজেন ৯ এ পড়েছে দাদাগিরি। তবে জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।
সম্প্রতি দর্শকদের জন্য একপ্রকার খারাপ খবর মিলেছে। শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজেন ৯ (Dadagiri Season 9)। টিভির পর্দায় আর দেখা যাবে না সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় জমজমাট একটা খেলার অনুষ্ঠান। যেখানে সাধারণ মানুষ থেকে সিলেব্রিটিরাও প্রতিযোগী হিসাবে যোগ দেন আর মজার খেলার পাশাপাশি জমিয়ে আড্ডাও চলে। সেই আড্ডার মধ্যে দিয়েই তারকাদের তো বটেই দাদার জীবনের অনেক অজানা কথা উঠে আসে।
তবে সম্প্রতি জানা যাচ্ছে, এবার শেষ হতে চলেছে দাদাগিরি সিজেন ৯। সৌরভ গাঙ্গুলি নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ইঙ্গিত দিয়েছেন। যা দেখার পরেই রীতিমত মন খারাপ দর্শকদের। নিজের সোশ্যাল মেডীতে একটি ছবি শেয়ার করেছেন সৌরভ যেখানে দাগগিরির শুটিং ফ্লোরেই দেখা যাচ্ছে তাকে।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ আরও একটা সিজেন প্রায় শেষের দিকে’। দাদার এই পাঞ্জাবি পরা ছবিটি মুর্হুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। আর ছবির সাথে ক্যাপশন দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, দাদাগিরি সিজেন ৯ শেষের দিকেই ইঙ্গিত করছেন দাদা। তাই অনেকেই নিজেদের মন খারাপর কথা জানিয়েছেন ছবির কমেন্ট বক্সে। নেটিজেনদের একজন এই ইঙ্গিত বুঝতে পেরে লিখেছেন, ‘দাদাগিরি মিস করবো’। তো আরেক জন লিখেছেন, ‘আগামী সিজেনের জন্য অপেক্ষায় রইলাম’।
View this post on Instagram
প্রসঙ্গত, দাদাগিরি সিজেন ৯ এ একাধিক স্মৃতি তৈরী হয়েছে যেগুলো দর্শকদের মনে থেকে যাবে। টেলিভিশন পর্দার তারকা থেকে কিছু অসাধারণ গুণ সম্পন্ন মানুষেরা উপস্থিত হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। কিছুদিন আগে বসন্ত উৎসব উপলক্ষে টলিপাড়ার চার অভিনেত্রী শ্রাবন্তী, মনামি, ঐন্দ্রিলা ও পূজা একসাথে উপস্থিত হয়েছিলেন। সেই পর্বটিও রীতিমত জমজমাট হয়ে গিয়েছিল সকলের নাচ আর হোলির সেলিব্রেশনের মধ্যে দিয়ে।