গত দুদিন ধরে সংবাদের শিরোনামে লাগাতার উঠে আসছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম। আসলে গত মঙ্গলবার একটি ফ্লাইট মিস করে নাকের জলে চোখের জলে এক করেছিলেন তিনি। আসলে সেদিন ভোরের বিমানের বোর্ডিং টাইম ছিল ৪.৫৫ মিনিট। কিন্তু ঋতু বিমান বন্দরে পৌঁছান ৫.১২ মিনিটে।
আমেদাবাদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ শ্যুটিং এর কাজে রওনা হচ্ছিলেন অভিনেত্রী৷ একথা শুনেও বিমানকর্মীরা আটকে রাখেন নায়িকাকে। দেশের প্রথম সারির বিমান সংস্থার চরম গাফিলতিতে মাঠে মারা যায় ঋতুপর্ণার আকুতি। মাত্র ১৭ মিনিট দেরিতে পৌঁছেই বেজায় সমস্যায় পড়েন ঋতু। বারংবার অভিনেত্রী মিনতি করলেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলেই অভিযোগ।
বিমান ধরার জন্য যাত্রীদের ১৯ নম্বর গেটে তিনি পৌঁছন সকাল ৫:১২ মিনিটে। ১৭ মিনিট দেরীতে উপস্থিত হন অভিনেত্রী, এরপর বিমান সংস্থার তরফে সাফ জানানো হয় দরজা বন্ধ হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ে বারংবার ঋতুর নাম ডাকা হয়েছে, ফোন পর্যন্ত করা হয়েছে তবু নায়িকার হেলদোল না দেখেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তবে ‘পারমিতা’র দাবি তার কাছে কোনোওরকম ফোনই আসেনি। বিমান না পেয়ে কেঁদেও ফেলেন অভিনেত্রী।
তবে মনে রাগ পুষে রেখেছিলেন ঋতু। এই বিষয় নিয়ে গত তিন দিন ধরে কম চর্চা হয়নি। অবশেষে বৃহস্পতিবার বিমান সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয় অভিনেত্রীর কাছে। সেই ক্ষমাপ্রার্থনা ট্যুইটে শেয়ার করে কার্যত ঋতুপর্ণা বুঝিয়ে দিলেন তার ক্ষমতা। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু যদি বিমানের সময় বদলায় তবে সেটা যাত্রী বা সংস্থাকে আগাম জানানো উচিত। আমি কাজ হারিয়েছি এর জন্য। “