• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ন্ত হলুদে গায়ে হলুদ হয়ে, শেষমেশ একমুঠো সিঁদুরে বিয়ে’, ভাইরাল ‘গৌরী এল’র নতুন প্রোমো

Updated on:

Gouri Elo,Gouri Elo New promo,Bengali Serial,গৌরী এল,গৌরী ঈশানের বিয়ে,বাংলা সিরিয়াল

দর্শকদের মন করতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সিরিয়াল হয়। সম্প্রতি বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে, যার মধ্যে অন্যতম একটি হল ‘গৌরী এল’ (Gouri Elo)। জি বাংলার পর্দায় শুরু  হয়েছে নতুন এই সিরিয়ালটি। সিরিয়ালের কাহিনী অনুযায়ী গল্পের নায়িকা ও নায়ক আসলে গৌরী পার্বতীর অংশ। স্বয়ং মহাদেবের ইচ্ছাতেই তাদের দুজনের মিলন হবে। তবে তাঁর মাঝে থাকবে হাজারো বাঁধা, সেই কাহিনীই তুলে ধরা হয়েছে পর্দায়।

সিরিয়ালে নায়িকার চরিত্রের নাম গৌরী যেটা পার্বতীর নামেরই সমার্থক আর নায়কের নাম হয়েছে ঈশান। সম্প্রতি সিরিয়ালের নতুন একটি প্রোমো প্রকাশিত হয়েছে। যেটা রীতিমত চমকে দিয়েছে দর্শকদের। গ্রামের গরিব মানুষদের সাহায্যের জন্য লক্ষ টাকা মাইনের চাকরি ছেড়ে গ্রামে আসা ডাক্তার বাবু ঈশানের সাথেই মিলন হওয়ার কথা গৌরির। কিন্তু বেশিরভাগ সিরিয়ালে তো আর স্বাভাবিক কিছু হয় না। এই সিরিয়ালের ক্ষেত্রেও অন্যথা হল না।

Gouri Elo,Gouri Elo New promo,Bengali Serial,গৌরী এল,গৌরী ঈশানের বিয়ে,বাংলা সিরিয়াল

মিথ্যে অপবাদ দিয়ে গৌরির পরিবারকে গ্রাম ছাড়া করার চক্রান্ত আগেই হয়ে গিয়েছে। এবার গ্রামছাড়া না হতে চাইলে গ্রামের মোড়লের সাথে জোর করে বিয়ে দেওয়ানো হচ্ছে। যদিও এতে গৌরী বা ওর মা দাদুর মত নেই কিন্তু তার বাবা গ্রাম ছাড়া হওয়ার ভয়ে রাজি এই বিয়েতে।

Gouri elo new promo

এরপর সকাল হলেই শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়। গায়ে হলুদের পর্ব দেখানো হয়েছে আজকের এপিসোড। যেখানে দেখা যাচ্ছে গৌরিকে বিপদের হাত থেকে রক্ষা করতে হাজির হয়ে গিয়েছে ঈশান। আর গায়ে হলুদের জন্য বাটা হলো বরের গায়ে নয় বরং উড়ে গিয়ে ঈশানের গায়ে লেগেছে। এরপর মা কালীর পায়ের তোলা থেকে একমুঠো সিঁদুর নিয়ে সেটা গৌরিকে পরিয়ে দিয়েছে ঈশান। সিঁদুর পরিয়ে দিয়ে গৌরীকে নিজের স্ত্রী বলে দাবি করেছে সে।

Gouri Elo new promo

এমনটা হতে চলেছে দর্শকদের অনেকেই আগে থেকে আন্দাজ করেছিলেন। তবে এত জলদি বিয়ে পর্ব দেখতে পাওয়া যাবে ইটা ভাবতে পারেননি অনেকেই। নতুন এই প্রমো প্রকাশ্যে আসার পর থেকেই বিয়ের পর্ব দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥