বাঙালি দর্শকদের বিনোদনের মাধ্যম বলতে গেলে সবার আগেই আসে টিভি চ্যানেল। সিরিয়াল থেকে সিনেমা টিভি চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে কোটি কোটি দর্শকের কাছে। আর বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় একটি চ্যানেল হল জি বাংলা (Zee Bangla)। প্রতিবছর চ্যানেলের সমস্ত কলাকুশলী তথা শিল্পীদের তাদের কাজের জন্য সম্মানিত করা হয় জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Songshar Award) এর মাধ্যমে।সম্প্রতি সোনার সংসার ২০২২ অনুষ্ঠিত হল, সেখানে প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হল।
এদিন সোনার সংসারের মঞ্চে জমজমাট আয়োজন করা হয়েছিল। সিরিয়ালের সমস্ত প্রিয় তারকাদের এদিন উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সাথে সেরা অভিনেতা অভিনেত্রী থেকে সেরা সিরিয়ালকে পুরস্কৃত করা হয়েছে অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই মঞ্চেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে কিংবদন্তি বাপ্পি লাহিড়ীকে। যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন সুরের দেশে, আর রেখে গেছেন নিজের সৃষ্টি অজস্র গান যা আমাদের হৃদয়ে চিরকাল অমর অক্ষয় থাকবে।
মঞ্চে গানে গানে আসর জমাতে হাজির হয়েছিলেন জাভেদ আলী। বাপ্পি লাহিড়ীর সুপারহিট সমস্ত গান গেয়ে শুনিয়েছেন তিনি কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে। এদিন সোনার সংসার অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী (Bappa Lahiri)। বাপ্পাকে মঞ্চে এসে গানের মাধ্যমে ট্রিবিউট দেওয়ার জন্য আমন্ত্রণ জানান জাভেদ আলী। সেই অনুরোধ রেখে বাপ্পা মঞ্চে আসেন।
এরপর বিখ্যাত গান ‘কাভি আলবিদা না কেহনা’ গানের মধ্যে দিয়ে বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জানিয়েছেন জাভেদ আলী ও ছেলে বাপ্পা লাহিড়ী। ইতিমধ্যেই অনুষ্ঠানের বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধার্ঘ্যের এই টুকরো মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলার ফেসবুক পেজে। আর সেই ভিডিও বেশ ভাইরালও হয়ে পড়েছে। ৫০হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।
প্রসঙ্গত, ১৫ই ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বলিউডের গানের জগতে তাঁর অবদান চিরকাল মনে থেকে যাবে সকলের মনে। এমনকি বাংলার প্রথম ডিস্ক ডান্সার মিঠুন চক্রবর্তীর আইকনিক গান বাপ্পি লাহিড়ীরই। বাপ্পি লাহিড়ী হয়তো আজ আমাদের মাঝে নেই তবে তিনি নিজের গানের মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকবেন প্রতিটা সংগীতপ্রেমী মানুষের মনে।