এই মুহুর্তে বলিউডের ছবিকে কার্যত বলে বলে টেক্কা দিচ্ছে দক্ষিণের বিভিন্ন ছবি। পুষ্পার সাফল্য দেখে তার কিছুটা আন্দাজ নিশ্চই করা গিয়েছে। তার আগে বাহুবলীর কথাও বলাই বাহুল্য৷ প্রায় সাড়ে তিন বছর পর, রুপোলী পর্দায় নিজের জাদু নিয়ে ফিরলেন এসএস রাজামৌলি (SS Rajamouli)। সিনেমার বাজেট ৪০০ কোটি টাকা আবার কারও কারও দাবি ৫৫০ কোটি। আর টিকিটের দাম একেবারে ২১০০ টাকা। হ্যাঁ, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিনশট যদি সত্যি হয় তাহলে ২১০০ টাকাতেও বিক্রি হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘RRR’ ছবির টিকিট।
এই ছবি মুক্তি পেয়েছে অসংখ্য টালবাহানার পর। অসংখ্য বার মুক্তি পিছনোর পর অবশেষে গত ২৫ মার্চ ছবিটি রিলিজ হয়েছে৷ সিনে বোদ্ধারা আগে থেকেই ভবিষ্যদ্বানী করেছিলেন যে RRR সুপারহিট হতে চলেছে, প্রথম দুই দিনেই সেই চিত্র বক্স অফিসেও ফুটে উঠেছে। রিলিজের আগে থেকেই চড়া দামে বিকিয়েছে জুনিয়র এনটিআর, আর রামচরণের এই ইতিহাসাশ্রয়ী ছবি।
তেলেগু ছাড়াও কন্নড়, হিন্দি, মালায়ালম, সহ মোট ৫ টি ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির গান গুলি সেভাবে জনপ্রিয় না হলেও ছবির সংলাপ ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ঘুরছে। মাত্র দুই দিনেই এই ছবির IMDB রেটিং ৯.৫। জানিয়ে রাখি, প্রথম দিনেই এই ছবির আয় কার্যত আগের সমস্ত রেকর্ড ভেঙে খানখান করেছে।
দিল্লির একটি প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম কর সমেত ২১৭০ টাকায় বিক্রি হয়েছে, তারপরেও হল ছিল দর্শকে পরিপূর্ণ। প্রথম দিনের ক্রেজ দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি বিশ্ব ব্যপী রায় ৩০০ কোটির ব্যবসা দেবে।
প্রথম দিনেই আয় একেবারে ১৮ কোটি। পরিচালক রাজমৌলির জাদু তো আছেই তার সাথে আছে , জুনিয়র এনটিআর এবং রাম চরণের জাদু। দক্ষিনি এই ফ্লেবারের সাথে মিশেছে বলিউডের রঙ। বলিউডের আলিয়া একেবারে মিশিয়েছে নতুন স্বাদ। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছিল এই ছবির রিলিজ। বিদেশেও এই ছবি প্রায় ৭৫ কোটি টাকারও বেশি আয় করেছে। তাই প্রথম দিনে ‘RRR’-এর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ২৪০ কোটি।