• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’ না চললে বিক্রি করতে হবে সাধের বাড়ি ‘মন্নত’! সকলের সামনে সত্যিটা জানালেন শাহরুখ খান

Published on:

Shahrukh Khan,Shahrukh Khan house Mannat,Pathaan,Shahrukh Khan Pathaan,Shahrukh Khan Pathaan Looks,শাহরুখ খান,মন্নত,শাহরুখ খানের বাড়ি,বলিউডের খবর,Bollywood News,Shahrukh will Sell mannat rumours

বলিউডের বাদশাহ তিনি , নাম শাহরুখ খান (Shahrukh Khan)। একসময় মুম্বাইয়ে এসেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। বর্তমানে সেই স্বপ্নকেও পেরিয়ে বলিউডে কিং খান হিসাবে পরিচিত তিনি। মুম্বাইয়ের বুকে বলিউডের দৌলতে আয় কার টাকা দিয়ে তৈরী করেছেন ১১৩ কোটির বাড়ি ‘মন্নত’। কিন্তু এবার সাধের সেই বাড়িই নাকি বিক্রি করতে হতে পারে শাহরুখকে, তাও আবার ‘পাঠান (Pathaan)’ ছবির জন্য!

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে গিয়েছে। বিগ বাজেট ছবি ‘পাঠান’ ফ্লপ হলে নাকি মন্নত বিক্রি করে দিতে একপ্রকার বাধ্য হবেন শাহরুখ। নেট পাড়ায় ভাইরাল হওয়া এই গুজব কি সত্যি? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এর আগেও শাহরুখের মন্নত নিয়ে চর্চা হয়েছে। এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন মন্নত ভাড়া দেবেন কি না। যার উত্তরে যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেতা।

Shahrukh Khan,Shahrukh Khan house Mannat,Pathaan,Shahrukh Khan Pathaan,Shahrukh Khan Pathaan Looks,শাহরুখ খান,মন্নত,শাহরুখ খানের বাড়ি,বলিউডের খবর,Bollywood News,Shahrukh will Sell mannat rumours

সেই ৯০ এর দশকে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান। এরপর বাজিগর, বাদশা থেকে ডন, ওম শান্তি ওম এর মত একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। দুর্দান্ত অভিনয় দিয়ে নিজেকে বলিউডের কিং প্রমাণ করেছেন তিনি। তবে বিগত কয়েক বছরে শাহরুখের ছবি সেভাবে দাগ কাটতে পারেনি মানুষের মনে। একপ্রকার ফ্লপের খাতায় নাম লিখিয়েছে বেশ কিছু ছবি।

বিগত তিন বছর যাবৎ কোনো ছবিতেই দেখা মেলেনি কিং খানের। অবশ্য মাঝে দুবছর  করোনা মহামারীর কারণে বলিউডের ছবির রিলিজ পিছিয়েছে। বহুপ্রতীক্ষিত পাঠান ছবির শুটিংয়ে অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা বাধা বিপত্তি কাটিয়ে পুরোদমে চলছে পাঠান ছবির শুটিং। ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ছবির নতুন ট্রেলার। যা ভাইরাল হয়ে পড়েছে আর শুরু হয়েছে নতুন বিতর্কের।

Shahrukh Khan in mannat

সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছে, পাঠান ছবি যদি সুপারহিট না হয় তাহলে শাহরুখ নিজের বাড়ি মন্নত বিক্রি করে দেবেন। এমনকি নেটপাড়ায় বয়কট পাঠান ট্রেন্ডিংয়ে চলে আসে। এবার সেই সমস্ত গুজব নিয়ে শেষমেষ মুখ খুললেন খোদ শাহরুখ খান।

শাহরুখ তার এক ভক্তকে সোশ্যাল মিডিয়াতে উত্তর দিয়ে জানিয়েছেন, ‘মন্নত কোনো বিক্রির জিনিস নয়, মাথা নিচু করে প্রার্থনা করার জিনিস’। তাহলে বোঝাই যাচ্ছে যে বাড়ির বিক্রি কথা পুরোটাই গুজব মাত্র। আর রইল ছবির কথা,  আগামী বছরেই  মুক্তি পেতে চলেছে পাঠান ছবিটি। ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাডুকোন থেকে জন আব্রাহামকে দেখা যাবে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥