• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিচালক-প্রযোজকরা কুপ্রস্তাব দিত! সিরিয়ালে কাস্টিং কাউচ নিয়ে সরব চিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা

Published on:

Priyanka Mitra,প্রিয়াঙ্কা মিত্র,Chandabeshi,ছদ্মবেশী,Casting Couch,কাস্টিং কাউচ,Chini,চিনি,Khorkuto,খড়কুটো,Mohor,মোহর,Diya,দিয়া

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল খড়কুটো (Khorkuto)। সদ্য প্রয়াত হয়েছেন এই সিরিয়ালের নায়িকা গুনগুনের ড্যাডি চরিত্রের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই এই সিরিয়ালের নায়ক সৌজন্যের বোন চিনির (Chini) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) । পাশাপাশি স্টার জলসার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এও নায়ক শঙ্খর খুড়তুতো বোন দিয়ার (Diya) চরিত্রে অভিনয় করছেন তিনি।

বর্তমানে সিরিয়ালে অভিনয় করলেও একসময় নাচকেই জীবনের ধ্যান জ্ঞান করে নাচ নিয়েই পড়াশোনা করেছিলেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে তার দাদার তোলা ছবি দেখেই অভিনয়ের সুযোগ আসে তার কাছে। তবে প্রিয়াঙ্কার কথায় তার অভিনয়ে আসাটা ভীষণ আচমকা ছিল। প্রথম সিরিয়াল ‘ছদ্মবেশী’ (Chandabeshi) তেই অভিনয় করেছিলেন নায়িকার চরিত্রে।

Priyanka Mitra,প্রিয়াঙ্কা মিত্র,Chandabeshi,ছদ্মবেশী,Casting Couch,কাস্টিং কাউচ,Chini,চিনি,Khorkuto,খড়কুটো,Mohor,মোহর,Diya,দিয়া

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঝপথেই সিরিয়াল ছেড়েছিলেন প্রিয়াঙ্কা। ধারাবাহিকের নায়িকা আচমকা উধাও। দু’বছর পর আবার ফিরে এলেন নায়কের বোনের চরিত্রে। তবে পিছনের দিনগুলোতে তাকালে বেশ কিছু ভয়ানক স্মৃতি তাড়া করে প্রিয়াঙ্কা কে। যার জেরে মাঝপথেই সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। তার কারণ হিসাবে প্রিয়াঙ্কা সম্প্রতি সরাসরি কাঠগড়ায় তুলেছেন তার প্রথম সিরিয়ালের পরিচালক-প্রযোজকদের।

Priyanka Mitra,প্রিয়াঙ্কা মিত্র,Chandabeshi,ছদ্মবেশী,Casting Couch,কাস্টিং কাউচ,Chini,চিনি,Khorkuto,খড়কুটো,Mohor,মোহর,Diya,দিয়া

নিজের চোখেই কাস্টিং কাউচ দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কার বিস্ফোরক অভিযোগ ‘কী আর বলি! জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই যা অভিজ্ঞতা হল! সহ-অভিনেতাদের কারও সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং আমায় উত্ত্যক্ত করে ছেড়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকরা। সমানে ফোনে খারাপ খারাপ মেসেজ আসত।’

Priyanka Mitra,প্রিয়াঙ্কা মিত্র,Chandabeshi,ছদ্মবেশী,Casting Couch,কাস্টিং কাউচ,Chini,চিনি,Khorkuto,খড়কুটো,Mohor,মোহর,Diya,দিয়া

সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘সে সব প্রস্তাবে রাজি না হওয়ায় সেটে সাংঘাতিক হেনস্থা করা হচ্ছিল আমাকে। ভয়ে জড়োসড়ো হয়ে কাটাতাম। বাড়ি ফিরে এসে কাঁদতাম। এ সবের জন্যই সরে যেতে হয়েছিল ওই ধারাবাহিক থেকে। টানা দুটো বছর আর ইন্ডাস্ট্রিতে ফেরার সাহস দেখাইনি।’ তবে অনেকটা বদলে গিয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার কথায় ‘এই অভিজ্ঞতাটা মানসিক ভাবে আমায় অনেকটা শক্ত করেছে। এখন আর কাউকে ভয় পাই না, কাঁদিও না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥