বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের জন্য সপ্তাহের একটা দিন বেশ টান টান উত্তেজনার দিন। কারণ প্রতিসপ্তাহের বৃহস্পতিবার সিরিয়ালের জনপ্রিয়তার প্রমাণপত্র হাতে মেলে। একসময় দর্শকদের কাছে জনপ্রিয়তা নিরিখে সেরা ছিল মিঠাই (Mithai) সিরিয়াল। তবে সেই গৌরব বিগত বেশ কয়েক সপ্তাহ হারিয়ে গিয়েছে। বদলে গাঁটছড়া (Gatchora) দখল করেছেন প্রথমস্থান। প্রতিসপ্তাহে পিছিয়ে পড়ছিল মিঠাই সিরিয়াল, তবে সম্প্রতি প্রকাশিত হল এসপ্তাহের নতুন টিআরপি তালিকা (TRP list)।
এই টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) বা TRP দিয়েই একপ্রকার ভাগ্য নির্ধারণ হয় বাংলা সিরিয়ালের। বিগত কয়েক সপ্তাহে নিচের দিকে নামতে থাকলেও এবার দুর্দান্ত কামব্যাক করছে মিঠাই। অবশ্য হবে নাই বা কেন! শেষমেশ মিঠাইয়ের কথায় উচ্ছেবাবু মোদক পরিবারের মিষ্টির ব্যবসাতেই যোগ দিয়েছে। যেটা দর্শকেরা অনেক দিন ধরেই চাইছিল।
তবে কামব্যাক দুর্দান্ত হলেও প্রথমস্থান এখনও অধরাই রয়ে গিয়েছে। এসপ্তাহের টিআরপি তালিকায় প্রথম হয়েছে ষ্টার জলসার সিরিয়াল গাঁটছড়া। মোট ৯.৯ পয়েন্ট পেয়েছে ঋদ্ধি-খড়ির জুটি। আর সামান্য কিছু পয়েন্ট কম পেয়ে ৯.৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। এরপর ফড়িং এর কাহিনী, ‘আলতা ফড়িং’ ৮.৭ পয়েন্ট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে।
গতসপ্তাহে মন ফাগুন সিরিয়াল দুর্দান্ত পারফর্ম করেছিল। মিঠাইকে টেক্কা দিয়ে দিদির স্থানে উঠে এসেছিল। তবে এসপ্তাহে অনেকটাই কমে গিয়েছে নাম্বার। ৮.৫ পয়েন্টে চতুর্থ স্থান পেয়েছে মন ফাগুন। এছাড়াও নতুন শুরু হওয়া সিরিয়াল অনুরাগের ছোঁয়া রয়েছে পঞ্চম স্থানে। আর সহচরী কাহিনী ‘আয় তবে সহচরী’ রয়েছে ষষ্ঠ স্থানে। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
গাঁটছড়া ৯.৯ (প্রথম)
মিঠাই ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং ৮.৭ (তৃতীয়)
মন ফাগুন – ৮.৫
অনুরাগের ছোঁয়া – ৮.৪
আয় তবে সহচরী – ৮.৩
উমা – ৮.১
ধুলোকণা – ৭.৮
গৌরী এলো – ৭.৭
পিলু – ৭.৪
প্রসঙ্গত, লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়ালের জনপ্রিয়তা শুরুতে বেশ থাকলেও সেরা দশ সিরিয়ালের মধ্যে নেই। এরপর সিরিয়াল পর আসা যাক নন ফিকশন রিয়্যালিটি শোয়ের পয়েন্টার কথায়। এসপ্তাহে ৬.০ পয়েন্ট পেয়েছে দাদাগিরি আর ৬.২ পয়েন্ট পেয়েছে দিদি নং ১। এছাড়াও গতসপ্তাহে অনুষ্ঠিত হয়েছে সুপার সিঙ্গার সিজেন ৩ এর ফিনালে। ৫.৪ পয়েন্ট পেয়েছে গানের রিয়্যালিটি শোটি।