বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের ঘরে ঘরে এখন সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই (Mithai)। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তাই সারাদিনের তুমুল ব্যাস্ততার মধ্যেও মিঠাই দেখার জন্য সবাই সময় বার করে নেন ঠিকই। এই কারণেই ঘড়ির কাঁটা রাত ৮ টার ঘরে যেতেই জি বাংলার পর্দায় মিঠাই দেখতে বসে যান সকলে।
দিনের শেষে মিঠাই না দেখা পর্যন্ত কিন্তু গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় মিঠাই ভক্তদের। তাই এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চান না দর্শকরা। প্রসঙ্গত টানা ৪৪ সপ্তাহ ধরে টিআরপি (TRP) লিস্টে শীর্ষস্থান থেকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল মিঠাইয়ের মোদক পরিবারের গোটা টীম। কিন্তু পরপর ৭ সপ্তাহ ধরে স্টার জলসার গাঁটছড়ার খড়ির সামনে একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে সকলের প্রিয় মিঠাই রানি।
কিন্তু TRP তে পিছিয়ে গেলে কি হবে দর্শকমহলে কিন্তু আজ পর্যন্ত কমেনি এই ‘মিঠাই’ সিরিয়ালেল জনপ্রিয়তা। তাই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায় মিঠাই ভক্তদের উন্মাদনা। আর এখন তো প্রায় প্রতিদিনই চুটিয়ে প্রেম করতে দেখা যাচ্ছে মিঠাই আর সিদ্ধার্থকে। আর বর্তমানে টিভির পর্দায় দর্শকরাও চুটিয়ে উপভোগ করছেন সিড মিঠাইয়ের এই মিষ্টি রোম্যান্স।
এরইমধ্যে দর্শকদের জন্য ফের একবার চমক নিয়ে হাজির হয়েছে এই সিরিয়াল। ইতিমধ্যেই দেখা গিয়েছে বড়জা তোর্সা করা চ্যালেঞ্জ জিতে গিয়েছে মিঠাই। মিঠাই কে দেওয়া কথা অনুযায়ী সাত দিনের আগেই একটা নামী কোম্পানি থেকে বেশি মাইনের চাকরি পেয়েছে সিড, সেইসাথে বাড়ি বয়ে এসেছে সিডের আগের কোম্পানি পিসিজির উঁচু পোস্টের চাকরির অফার। কিন্তু সেসব ছেড়ে মিঠাই রানির কথা শুনে বাড়ির ব্যবসায় যোগ দিয়েছে সে।
এখন থেকে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের মার্কেটিং সেলস -এর দায়ীত্ব সামলাবে সিড। আর সিডের এই সিদ্ধান্তের আঁচ গিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় সিরিয়ালের এই নতুন ট্রাক মানতে পারছেন না দর্শকদের একটা বড় অংশ। যার জেরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মিঠাই সিরিয়ালের ভক্তদের অনেকেই। তবে উল্টো ছবিও আছে। অনেকেই আবার সিডের এই ব্যাবসায় যোগ দেওয়ার সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছেন।