• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লতা মঙ্গেশকরের গান গাওয়ার কথা ছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ! তার আগেই চলে গেলেন সুর সম্রাজ্ঞী, আক্ষেপ বিবেকের

এই মুহুর্তে রাজনৈতিক থেকে বিনোদন মহল সবই উত্তাল একটা মাত্র সিনেমাকে নিয়ে, বলাই বাহুল্য কথা বলছি বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই বক্স অফিসের একাধিক রেকর্ড তৈরী করে ফেলেছে এই ছবি।

এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে কাশ্মীরের পন্ডিতদের নির্মম করুণ কাহিনি। এই ছবির মূল বিষয়বস্তু হল কাশ্মীরে হিন্দু পন্ডিতদের উপর হওয়া অকথ্য অত্যাচার। ইতিমধ্যেই সিনেমাটি প্রায় ১৬৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন।

   

লতা মঙ্গেশকর,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,গান,Lata Mangeshkar,Vivek Agnihotri,the Kashmir files,song

শুধু তাই নয় সিনে বোদ্ধাদের মতে এই ছবি সপ্তাহান্তেই ছুঁয়ে ফেলতে পারে ২০০ কোটির মাইল ফলক। তবে আজ কোনোও তর্ক বিতর্ক নয় আপনাদের জানাব, এই ছবি সম্পর্কে এমন একটি তথ্য যা জানলে আক্ষেপ হবে আপনারও।

লতা মঙ্গেশকর,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,গান,Lata Mangeshkar,Vivek Agnihotri,the Kashmir files,song

 

আমরা সকলেই জানি গত ফেব্রুয়ারী মাসে সরস্বতী পুজোর ঠিক পরের দিন প্রয়াত হয়েছেন ভারতের সুর সম্রাজ্ঞী শ্রীমতি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তার চলে যাওয়ায় রাতারাতি শোকের ছায়া নেমে এসেছিল বিনোদন থেকে শুরু করে সঙ্গীত জগতেও। আর তাঁর চলে যাওয়ায় বড় একটা ক্ষতি হয়েছে কাশ্মীর ফাইলস ছবিরও।

লতা মঙ্গেশকর,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,গান,Lata Mangeshkar,Vivek Agnihotri,the Kashmir files,song

সম্প্রতি, এক সাক্ষাৎকারে কাশ্মীর ফাইলস এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, এই ছবিতে গান গাওয়ার কথা ছিল স্বয়ং লতাজির। কিন্তু ভাগ্যের করুণ পরিহাস, শেষ বারের মত দেশবাসী আর শুনে উঠতে পারল না লতাজির গান। তার আগেই তিনি বিদায় নিলেন দুনিয়া থেকে। সিনেমায় গানের বিশেষ ভূমিকা না থাকলেও, কথা ছিল একটি কাশ্মিরী লোকগান গাইবেন তিনি। কিন্তু শেষমেশ তা আর হল না।

site