• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই লক্ষীকাকিমা সুপারস্টার! হোলিতে ফুল অন এনার্জি নিয়ে নাচ অপরাজিতা আঢ্যর, রইল ভাইরাল ভিডিও

Published on:

Lokkhi Kakima Superstar Aparajita Adhya Dancing on Balam Pichkari Video

জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন এক সিরিয়াল ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। সপ্তাহ দুয়েক যেতেই টিআরপি লিস্টে সেরা দশে নাম তুলেছিল সিরিয়ালটি। তবে ইদানিং কিছুটা কমেছে টিআরপি, যদিও জনপ্রিয়তা কোনো অংশে কমেছে বলে মনে হয় না। ফুল অন এনার্জিতে ভরপুর অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এর দুর্দান্ত  অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে ইতিমধ্যেই।

লক্ষী কাকিমা চরিত্রে অপরাজিতা আঢ্যর দুর্দান্ত অভিনয় একেবারে জমিয়ে দিয়েছে সিরিয়ালের কাহিনী। তাছাড়া এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ চার বছর পর আবারও ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। পর্দায় ফিরেই নিজের প্রাণ খোলা হাসি আর দারুন অভিনয় নিয়ে মন জয় করে ফেলেছেন। তবে সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে আরও একটা কাজ কিন্তু বেশ ভালোই পারেন অভিনেত্রী। আসলে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ভালো নাচতেও পারেন অভিনেত্ৰী।

Aparajita Adhya Dancing on Basanta Ese Geche

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের লক্ষাধিক অনুগামীদের সাথে ছবি ও ভিডিও শেয়ার করে নেন। আর সেখানেই দেখা মেলে কাজের ফাঁকে তৈরী করা কিছু রিল ভিডিওতে অভিনেত্রীর নাচ। সম্প্রতি এমনই আরও একটি রিল ভিডিও শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য। যেটা বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Aparajita Adhya,Lokkhi Kakima Superstar,Aparajita Adhya Dancing,অপরাজিতা আঢ্য,লক্ষী কাকিমা সুপারস্টার,অপরাজিতা আঢ্য নাচের ভিডিও,Apraajita Adhyo Holi Dance

গতকাল ছিল রঙের উৎসব হোলি, আর হোলি উপলক্ষেই স্পেশাল নাচে মেতে উঠেছেন অভিনেত্রী। অবশ্যই একা নয়, সাথে রয়েছে সিরিয়ালের বাকি সহ অভিনেত্রীরা। সকলকে নিয়ে জনপ্রিয় ‘বালাম পিচকারি’ গানে নেচে উঠেছেন অভিনেত্রী। ফুল অন এনার্জিতে ভরপুর সেই নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতেই মন কেড়েছে নেটিজেনদের।

ভিডিও দেখে প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আসলে প্রতিবারেই নিজের কাজের মধ্যে দিয়ে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী। পর্দায় তাকে দেখলেই যেন একটা ভালোলাগা তৈরী হয়। সকলেই অভিনেত্রীকে দোলের শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

প্রসঙ্গত, এর আগেও একটি বসন্তের গানের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে খালি গলায় ‘বসন্ত এসে গেছে’ গান গাইতে দেখা যাচ্ছে এক অভিনেত্রীকে আর সেই গানের তালেই নেচে উঠেছেন অপরাজিতা আঢ্য সহ বাকিরা নাচে মেতে উঠেছিলেন। সেই ভিডিওটিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥