• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দোলেই হবে মামনির পর্দা ফাঁস! ষড়যন্ত্রের জাল ছিঁড়ে দোলের আগে ‘গোপুকে’ নিয়ে বাড়ি ফিরল উর্মি

Published on:

Ei Poth Jodi na sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Mamoni,মামনি,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় প্রথম সারির একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। শুরু থেকেই এই সিরিয়ালের গল্প মন ছুঁয়েছে দর্শকদের। যার অন্যতম কারণ সাংসারিক কূটকচালি নয় বরং একেবারে মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের আঙ্গিকে মোড়া নিখাদ বিনোদন। তাই অত্যন্ত পছন্দের এই সিরিয়ালের একটিও এপিসোড মিস করতে চান না দর্শকরা।

তাই প্রতিদিন টিভির পর্দায় উর্মি আর সাত্যকি বাবুর এই লাভ স্টোরি দেখতে ভোলেননা সিরিয়ালের পোকা দর্শকরা। সোশ্যাল মিডিয়াতেও এই সিরিয়ালকে ঘিরে নেটিজেনদের মধ্যে ক্রেজ রয়েছে চোখে পড়ার মতো। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম সর্বত্রই রয়েছে সিরিয়ালের একাধিক ফ্যান পেজ। আসলে প্রতিদিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ।

Ei Poth Jodi na sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Mamoni,মামনি,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো
এই পথ যদি না শেষ হয় সিরিয়ালেও একাধিক পছন্দের চরিত্র রয়েছে দর্শকদের। দর্শকমহলে সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বড়লোক বাড়ির মেয়ে হয়েও শিশুসুলভ উর্মি তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে দারুনভাবে মিলে মিশে গিয়েছে।

Ei Poth Jodi na sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Mamoni,মামনি,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

কিছুদিন আগেই সিরিয়ালে দেখা গিয়েছে এক মোড় ঘোরানো পর্ব। ঠিক যখন দোল নিয়ে উর্মি প্লানিং করতে শুরু করেছে তখনই একদল লোক এসে জানিয়ে দেয় তাদের ওই বাড়ির দলিল সঠিক নয়। এরপরেই দেখা যায় গোটা সরকার পরিবারকে বাড়ির বাইরে বাইরে বের করে দেওয়া হয়। দোলের আগেই মাথা গোঁজার ছাদ টুকু হারিয়ে মহা বিপদের মুখে পড়ে যায় উর্মি।

Ei Poth Jodi na sesh Hoi,এই পথ যদি না শেষ হয়,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি,Mamoni,মামনি,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

তখনই উর্মির ছোট কাকার সাহায্যে জানা যায় আদতে তেমন কিছুই নয় বরং কেউ আড়ালে থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই দোলের আগেই বাড়ি ফিরে আসে উর্মি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। দেখা যাচ্ছে দোলের আগে বাড়ি ফিরে এসে টুকাই বাবুর সাথে বিয়ের পর প্রথম দোল খেলছে উর্মি। কিন্তু সাত্যকি বলে এই ষড়যন্ত্রের পিছনে কে আছে সে জেনেই ছাড়বে। এরপরেই দেখা যাচ্ছে এই দোলেই হতে চলেছে উর্মির মামনি আর কাকাইয়ের পর্দা ফাঁস। এখন আসল সত্যি টা সবার সামনে আদৌ আসে কিনা সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥