• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানু মন্ডলের বায়োপিকে গান গাইতে নারাজ বাবুল সুপ্রিয়! বদলে গাইবেন মেলোডি কিং কুমার শানু

স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল (Ranu Mondal)। সেই শুরু,এরপর আসমুদ্র হিমাচল ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েন তিনি। যার জেরে আরব সাগর পাড়ে মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ার সুযোগও পেয়েছিলেন রানু। সেই গান একসময় চায়ের ঠেক থেকে পাড়ার পূজা মন্ডপে দাপিয়ে বেড়িয়েছে।

কিন্তু সময়ের সময়ের সাথে সাথে ক্রেজ কমতে থাকে রানু মন্ডলের। অল্প দিনেই পাওয়া সাফল্যের জেরে বদলে যায় তার আচরণ। যখন তখন বেঁফাস কথা বলে বিতর্কের মধ্যমণি হয়ে ওঠেন রানু। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে ফের একবার শিরোনামে রয়েছেন আজকের এই সোশ্যাল মিডিয়া সেনসেশন রানু মারিয়া মন্ডল। কারণ তাকে নিয়ে প্রথমবার হিন্দি সিনেমা বানাতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল (Hrishikesh Mondal)।

   

Ranu Mondal Records new Song with Sidhu for own Biopic
এই সিনেমাটি যেহেতু যেহেতু রানু মন্ডলের বায়োপিক (Biopic) তাই সিনেমার নামকরণ করা হয়েছে তার নামে। রানুর জীবনের নানান চড়াই উতরাই ঘিরে তৈরি এই বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘মিস রানু মারিয়া’ (Miss Ranu Maria) । এই সিনেমায় গান গাওয়ার কথা ছিল বাংলার বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriya)। কিন্তু অভিযোগ কথা দিয়ে কথা কথা রাখেননি এই সঙ্গীত শিল্পী। ছবির প‍রিচালক হৃষিকেশ মণ্ডলের অভিযোগ গান রেকর্ড করার সময় আসতেই নাকি দিনের পর দিন তারিখ বদলেই চলেছেন বাবুল ।

রানু মন্ডল,Ranu Mondal,বায়োপিক,Biopic,Babul Supriya,বাবুল সুপ্রিয়,Hrishikesh Mondal,হৃষিকেশ মন্ডল,Kumar Shanu,কুমার শানু

পরিচালক জানিয়েছেন রেকর্ডিং স্টুডিয়োয় এসে অন্য ছবির গান রেকর্ডিং কিংবা তাদের ছবির প্রচারের স্বার্থে ফটো শ্যুটও করেন বাবুল। কিন্তু পরিচালকের দাবি ‘রাণু মারিয়া’র গানের পালা আসতেই বাবুল সুপ্রিয় জানান, তাঁর শরীর ভাল লাগছে না। তিনি গাইতে পারবেন না। হৃষিকেশের দাবি, এই নিয়ে তিন দিন তিনি ফিরিয়ে দিয়েছেন টিম ‘রাণু মারিয়া’কে। এরই মধ্যে শোনা যাচ্ছে পরিচালক আর বাবুল সুপ্রিয়র জন্য অপেক্ষা করবেন না। সব ঠিক থাকলে এই ছবির গান হয়তো এবার কুমার শানু (Kumar Shanu) গাইবেন। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।

রানু মন্ডল,Ranu Mondal,বায়োপিক,Biopic,Babul Supriya,বাবুল সুপ্রিয়,Hrishikesh Mondal,হৃষিকেশ মন্ডল,Kumar Shanu,কুমার শানু

তবে এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়েছেন “আমি ওঁদের বলেছিলাম, দুটোর বেশি গান আমি একদিনে গাই না। তাতে গানের প্রতি সুবিচার করা হয় না। যেদিন গাওয়ার কথা ছিল, সেদিন গিয়ে আমি দুটো গান গেয়ে এসেছিলাম। ওই গানটা বাকি রেখেছিলাম তরতাজা গলায় গাইব বলে। আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। ৮০ শতাংশ পারফর্ম করে পুরো পারিশ্রমিক নিতে চাইনি। সেটা যদিও ওঁরা না বুঝতে পারেন, তা হলে তা দুর্ভাগ্যজনক। আমি ওই গানটা আর গাইব না।’’

site