সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কতকিছুই দেখা যায়! এমন অনেক কিছু রয়েছে যেগুলো ভাইরাল হওয়া ভিডিওর (Viral Video) মাধ্যমে প্রথমবার দেখি আমরা। এমন অনেক কান্ড দেখা যায় যেগুলো চিরাচরিত প্রথা ভেঙে দেয়, বিশেষত বিয়ের মরশুমে। বছরের এই সময়টা একাধিক বিয়ে হয় আর বিয়ের বাড়িতে বিয়ে ছাড়াও নাচ গান থেকে একাধিক অনুষ্ঠানের মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো ক্যামেরাবন্দি করে রাখার মত।
তবে বর্তমানে ইন্টারনেটের যুগে ক্যামেরাবন্দি মুহূর্তরা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে পরে। আর বিয়ে বাড়ির এমন অনেক মজার মুহূর্ত অনেকের সামনে আসে। আবার বিয়ের পাত্রপাত্রীর কাণ্ড কারখানাও দেখবার মত হয় মাঝে মধ্যে। সম্প্রতি এক দম্পত্তির বিয়ের রিসেপশনের কান্ড ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
যেখানে এক ইউনিক জুটিকে দেখা গিয়েছে। কেন ইউনিক? কারণ সমাজে বরাবর আমরা দেখা আসছি স্বামী স্ত্রীর উচ্চতা সমান বা স্বামীর উচ্চতা স্ত্রীর থেকে বেশি হয়। যদিও এই প্রথা আজ অতীত হয়ে গিয়েছে, অনেকেই এই সমস্ত পুরোনো প্রথা ভেঙে চুরমার করে দিয়েছেন। আর এবারের ভাইরাল হওয়া ভিডিওতে সেই চিত্রই আবারও ধরা পড়ল।
ভিডিওতে দেখা যাচ্ছে পাত্র পাত্রীর থেকে লম্বায় অনেকটাই ছোট। তবে তাতে দুজনের প্রেমে এতটুকুও কমতি নেই! বর ধীরে ধীরে প্রবেশ করে সকলের সামনে। প্রিয়জনকে দেখেই হাসতে শুরু করে দেয় কণে। বরকে নিজেই কোলে তুলে নিয়েছে নতুন বৌ। এমন একটা দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর মধ্যেকার এমন মিষ্টি প্রেমের দৃশ্য কি আর মিস করা চলে! উপস্থিত অতিথিরা ক্যামেরাবন্দি করেছেন এই মুহূর্ত আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।
View this post on Instagram
যেটা দেখা মাত্রই সকলের মন ছুঁয়ে গিয়েছে। নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। ভিডিওতে কোলে তোলার পরে বর নিজেও যেমন লজ্জায় লাল হয়ে গিয়েছে। তেমনি কনের মুখের এক্সপ্রেশনও দেখাবার মত ছিল। এমন কিউট কাপলের ভিডিও নেটপাড়ায় বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে।