মুক্তির আগে থেকেই বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সিনেমাটিকে ঘিরে বিতর্কের শেষ নেই। সেই সাথে কিন্তু অব্যাহত সেলিব্রেটিদের ট্যুইট যুদ্ধ। প্রসঙ্গত শুরু থেকেই এই বিতর্কে নাম জড়িয়েছে দেশের জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)-এর। আসলে ঘটনার সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর করা একটি ট্যুইট কে কেন্দ্র করে।
আসলে সিনেমাটি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটিকে ঘিরে একটি প্রচার মূলক পোস্ট করেছিলেন খোদ পরিচালক বিবেক। তার সেই পোস্টে এক অনুরাগী তার কাছে আর্জি জানিয়ে বলেছিলেন এই সিনেমাটির প্রচারের জন্য কপিল শর্মার মঞ্চে যেতে। কিন্তু সেসময় কপিলের এই জনপ্রিয় শোয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বিবেক বলেন তাঁর ছবিতে বড় স্টার না থাকায় এই ছবির প্রচার করতে রাজি নন কপিল শর্মা(Kapil Sharma)। এমনকি তাদের কাছে আবেদন করা হলেও সেই আবেদন ফিরিয়ে দিয়েছেন শো কতৃর্পক্ষ।
প্রসঙ্গত কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি এই দ্য কাশ্মীর ফাইলসে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), অনুপম খের(Anupam Kher), দর্শন কুমার ও পল্লবী যোশী। তাই বলিউডের এই তাবড় অভিনেতারা কপিল শর্মার শো তে যাওয়ার অনুমতি না পাওয়ায় নেটিজেনদের ব্যাপক রোষের মুখে পড়ে দ্য কপিল শর্মা শো।সোশ্যাল মিডিয়া জুড়ে কপিলের এই শো বয়কট করার দাবি ওঠে। তবে পরবর্তীতে পরিচালকের অভিযোগের ভিত্তিতে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে কপিল সাফাই দিয়ে জানান , বিবেকের কথা সত্যি নয়।
Thank you paji @AnupamPKher for clarifying all the false allegations against me ❤️???? और उन सब दोस्तों का भी शुक्रिया जिन्होंने बिना सच जाने मुझे इतनी मोहब्बत दी ???? खुश रहिए, मुस्कुराते रहिये ???? #thekapilsharmashow #Isupportmyself ???? pic.twitter.com/hMxiIy9W8x
— Kapil Sharma (@KapilSharmaK9) March 14, 2022
নিজের কথার সত্যতা প্রমাণ করতে অনুপম খেরের একটি ভিডিও পোস্ট করেন কপিল শর্মা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনুপম খের বলছেন কপিল সিনেমা রিলিজ করার মাস দুয়েক আগে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তাঁর মনে হয়েছিল, যেহেতু এটা কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ দুর্দশাকে কেন্দ্র করে গম্ভীর একটা ছবি, তাই ওখানে যাওয়া উচিত নয়। অনুপম খেরের এমন মন্তব্যের ভিডিও টুইট করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন কপিল।
Dear @KapilSharmaK9 ! I wish you had posted the full video and not the half truth. The entire world is celebrating, you also celebrate tonight. Love and prayers always! ???????? https://t.co/QS3i5tIzh8
— Anupam Kher (@AnupamPKher) March 15, 2022
কমেডি কিং কপিল শর্মার এই ট্যুইট নজর এড়িয়ে যায়নি বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের। কপিলের টুইটটিই রি ট্যুইট করে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সাফ জানিয়ে দিয়েছেন, “কপিল তুমি যদি লোককে অর্ধেক সত্যিটা না জানিয়ে আমার মন্তব্যের পুরো ভিডিওটা পোস্ট করতে ভাল লাগত। গোটা বিশ্ব ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উদযাপনে মেতেছে। তুমিও আজ রাতে সেলিব্রেট কোরো। ভালবাসা আর প্রার্থনা তোমার জন্যে।”