এই মুহূর্তে লীনা গাঙ্গুলি (Leena Ganguly) হলেন বাংলা ইন্ডাস্ট্রির ব্যাস্ততম চিত্রনাট্য লেখিকা। তাঁর কলমের ডগায় সর্বক্ষণ ঘোরাফেরা করে নিত্যনতুন সিরিয়ালের প্লট। তাই তার কলমের এক আঁচড়ের প্রতিদিন সন্ধ্যায় টিভির পর্দায় জীবন্ত হয়ে ওঠে নায়ক, নায়িকা থেকে ভিলেনসহ একাধিক চরিত্র। এমনিতে সিরিয়ালের এক ঘেয়ে প্লট দেখে দর্শকরা বিরক্ত হলে সোশ্যাল মিডিয়ায় লীনা গাঙ্গুলিকে ঘিরে দেদার ট্রোলিং হয়।
যার জেরে মাঝেমধ্যেই শিরোনামে থাকেন এই জনপ্রিয় লেখিকা।তবে সদ্য তাকে ঘিরে টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল চারদিকে। প্রসঙ্গত আজকালকার বেশীরভাগ সিরিয়ালেই সাংসারিক কূটকচালি, পরকীয়া,এক নায়কের দু’তিনটে বৌ কিংবা নায়িকার মরে গিয়ে বেঁচে ওঠার অবাস্তব ঘটনাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়।
এই কারণে আজকাল দিনের সিরিয়ালের বিষয়বস্তু প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেছিলেন’বর্তমানে সব সিরিয়ালই ঘুরে ফিরে একই কাহিনী দেখায়। শাশুড়ি বৌমার ঝগড়া, কূটকাচালি আর একাধিক বিয়ে তো সব সিরিয়ালে লেগেই রয়েছে। এছাড়াও বাড়িতে বৌ থাকা সত্ত্বেও আরেকজন মহিলা বা রক্ষিতাকে নিয়ে হাজির করে নায়ক। এগুলো কোনো দিক থেকে মহিলাদের জন্য সন্মানজনক বলে মনে হয় না তাঁর।
এরপর নাম নিয়ে সরাসরি লেখিকা লীনা গাঙ্গুলির বিরুদ্ধে তোপ দেখে এই বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন ‘লীনা নিজে নারী। সেই সঙ্গেই তিনি মহিলা কমিশনের অধ্যক্ষ। তার পরেও তাঁর সাম্প্রতিক সমস্ত ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হচ্ছে। তাঁদের যে ভাবে তুলে ধরা হচ্ছে, প্রকারান্তরে তাঁরা অসম্মানিত হচ্ছেন। এই ভূমিকার জন্য লীনাকে গুলি করে মারা উচিত!’ বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্য নিন্দার ঝড় তুলেছিল শিল্পী মহলে।
পরে অবশ্য চাপে পড়ে নিজের এমন মন্তব্যের জন্য প্রকাশ্যে লেখিকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বিপ্লব। অবশেষে এপ্রসঙ্গে মুখ খুলেছেন খোদ লেখিকা লীনা গাঙ্গুলি। সম্প্রতি সংবাদমাধ্যমে লেখিকা বলেছেন, “সত্যি বলতে কি, ওই কথাগুলো শুনে সে দিন করুণা হয়েছিল। সেই কারণেই কোথাও এ বিষয়ে মুখ খুলিনি।অভিনেতার নাম না নিয়েই লেখিকা বলেছেন , ‘সারা জীবন ওই অভিনেতা যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তা তাঁকে খুব মহান আদর্শের মানুষ বলে পরিচিতি দেবে না। সবশেষে লীনা বলেন, “উনি ব্যক্তিগত ভাবে আমায় যা-ই বলুন না কেন, ওঁর উপযোগী চরিত্র পেলে আমি নিশ্চয় ওঁকে কাজ দেব। উনি খুব ভাল অভিনেতা।”