ভারতীয় টেলিভিশন জগতে দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)-এর জনপ্রিয়তা রয়েছে আকাশছোঁয়া। তবে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) বিতর্কে নাম জড়ানোর জেরে নেটিজেনদের একটা বড় অংশের ক্ষোভের মুখে পড়েছিল এই কমেডি শো। যার জেরে কয়েকদিন আগে পর্যন্তও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ট্রেন্ডিং হয়েছিল হ্যাশট্যাগ বয়কট দ্য কপিল শর্মা শো। তবে এখন অবশ্য সবকিছু থিতিয়ে গিয়েছে।
তবে এক বিতর্ক শেষ হতে না হতেই এবার ফের একবার কপিলের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন কপিলের অনস্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakraborty)। তবে চিন্তার কিছু নেই, আসলে সম্প্রতি এই শোয়ের একটি মজার ঘটনা ভাইরাল হয়েছে। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি অনেক পুরনো। এই পর্বে কপিলের মঞ্চে হাফ গার্লফ্রেন্ড সিনেমার হয়ে প্রচার করতে এসেছিলেন লেখক চেতন ভগত, অভিনেতা অর্জুন কাপুর এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
এমনিতে অতিথিদের সামনে কপিল বরাবরই এই শোয়ে তার রিল লাইফের স্ত্রী অর্থাৎ ভুরি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে নিয়ে মজা করার কোন সুযোগ ছাড়েন না। এই পর্বেও তার ব্যতিক্রম হয়নি। এতে সুমনা রেগে যায় এবং অভিযোগের সুরে বলতে থাকে কপিল শর্মা (Kapil Sharma) তাকে হিংসা (Jelous)করছে। সুমনা চক্রবর্তীর এই পুরনো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত এই শোতে সুমনা কপিলের প্রেমে পাগল ভূরি চরিত্রে অভিনয় করেন। জানা যায় এই শো করার জন্য প্রতি সপ্তাহের শেষে ২ লাখ টাকা করে নিয়ে থাকেন কপিল। অন্যদিকে কপিল শর্মা নিজে সপ্তাহান্তে প্রতি এপিসোডের জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে থাকেন। অন্যদিকে গতবার এই শোয়ের জন্য, প্রতি সপ্তাহান্তের পর্বের জন্য ৬০ থেকে ৭০ লক্ষ টাকা উপার্জন করেছিলেন কপিল।
প্রসঙ্গত উল্লেখ্য সুমনা চক্রবর্তী আমির খান এবং মনীষা কৈরালার ছবি ‘মন’ দিয়ে শিশুশিল্পী হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন । এরপর ২০১১ সালে বালাজি টেলিফিল্মস দ্বারা প্রযোজিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বড়ে আচে লাগাতে হ্যায়’-তে নাতাশা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় সাফল্য পেয়েছেন অভিনেত্রী। এছাড়াও কমেডি নাইটস-এ মঞ্জু বিট্টু শর্মা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন সুমনা।